নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আট মাস পর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে সেখানে ম্যাচ হওয়া নিয়ে।
ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ জেলা। বন্যা হয়েছে সিলেটেও। কানাইঘাট, কোম্পানীগঞ্জের মতো নিচু এলাকায় বন্যায় আটকা পড়েছে অসংখ্য মানুষ। ডুবে গেছে নারী ফুটবলারদের অনুশীলনের ভেন্যু আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স। পাশের জিমনেসিয়ামে হাঁটু পর্যন্ত পানি উঠেছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মাহি উদ্দিন আহমেদ সেলিম।
সেলিম বলেছেন, ‘সিলেটে বন্যা হয়েছে। চারদিকে পানি। যেখানে অনুশীলন হওয়ার কথা ছিল, সেই আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কোমর পানি। জিমনেশিয়ামে হাঁটু পানি। সিলেট স্টেডিয়ামের মাঠের ঘাস কাটা যায় না, কাটতে গেলে মাঠ কাঁদা কাঁদা হয়ে যাচ্ছে।’
বন্যা পরিস্থিতিতে সিলেটে ম্যাচ আয়োজন করা একপ্রকার অসম্ভব বলে জানালেন সেলিম, ‘গত এক মাস ধরেই এখানে বৃষ্টি হচ্ছে, বাফুফেকে আমরা আগেই বলে রেখেছি সমস্যার কথা। এভাবে বৃষ্টি হলে তো মাঠ শুকাবে না। মাঠের ড্রেনেজ ব্যবস্থাও ভালো নয়। লিখিতভাবে এই সমস্যার কথা জানানো হয়েছে। আমরা বলেছি বাফুফের কর্মকর্তারা এসে মাঠ দেখে যাক।’
শুধু মেয়েদের ফুটবলই নয়, ২০ জুন সিলেটে হওয়ার কথা ছিল রহমতগঞ্জ-বসুন্ধরা কিংসের ম্যাচ। অন্তত সিলেটে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মেয়েদের ম্যাচের জন্যও বিকল্প ভেন্যু খুঁজছে বাফুফে। নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিলেটে বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আজ বা কাল সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অবস্থা যা মনে হচ্ছে, তাতে করে সিলেটে ম্যাচ আয়োজন আপাতত সম্ভব নয়। আমরা বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামে খেলা আয়োজনের কথা ভাবছি।’
আট মাস পর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম। কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে সেখানে ম্যাচ হওয়া নিয়ে।
ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ জেলা। বন্যা হয়েছে সিলেটেও। কানাইঘাট, কোম্পানীগঞ্জের মতো নিচু এলাকায় বন্যায় আটকা পড়েছে অসংখ্য মানুষ। ডুবে গেছে নারী ফুটবলারদের অনুশীলনের ভেন্যু আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স। পাশের জিমনেসিয়ামে হাঁটু পর্যন্ত পানি উঠেছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান মাহি উদ্দিন আহমেদ সেলিম।
সেলিম বলেছেন, ‘সিলেটে বন্যা হয়েছে। চারদিকে পানি। যেখানে অনুশীলন হওয়ার কথা ছিল, সেই আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে কোমর পানি। জিমনেশিয়ামে হাঁটু পানি। সিলেট স্টেডিয়ামের মাঠের ঘাস কাটা যায় না, কাটতে গেলে মাঠ কাঁদা কাঁদা হয়ে যাচ্ছে।’
বন্যা পরিস্থিতিতে সিলেটে ম্যাচ আয়োজন করা একপ্রকার অসম্ভব বলে জানালেন সেলিম, ‘গত এক মাস ধরেই এখানে বৃষ্টি হচ্ছে, বাফুফেকে আমরা আগেই বলে রেখেছি সমস্যার কথা। এভাবে বৃষ্টি হলে তো মাঠ শুকাবে না। মাঠের ড্রেনেজ ব্যবস্থাও ভালো নয়। লিখিতভাবে এই সমস্যার কথা জানানো হয়েছে। আমরা বলেছি বাফুফের কর্মকর্তারা এসে মাঠ দেখে যাক।’
শুধু মেয়েদের ফুটবলই নয়, ২০ জুন সিলেটে হওয়ার কথা ছিল রহমতগঞ্জ-বসুন্ধরা কিংসের ম্যাচ। অন্তত সিলেটে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মেয়েদের ম্যাচের জন্যও বিকল্প ভেন্যু খুঁজছে বাফুফে। নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সিলেটে বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আজ বা কাল সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অবস্থা যা মনে হচ্ছে, তাতে করে সিলেটে ম্যাচ আয়োজন আপাতত সম্ভব নয়। আমরা বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামে খেলা আয়োজনের কথা ভাবছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫