সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে মেয়েদের শুরুটা ভালো হল না। নেপালের বিপক্ষে ম্যাচে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মারিয়া মান্ডার দল। নেপালি গোলরক্ষক অঞ্জনা রানা মাগারের দৃঢ়তায় গোলশূন্য ড্রয়ে শুরু হলো বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নেপালের বিপক্ষে ফেবারিট হিসেবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন মারিয়া মান্ডারা। তিন বছর আগের আসরে দুইবার নেপালকে হারানোর স্মৃতি আর জাতীয় দলের ১৫ ফুটবলার নিয়ে তুলনামূলকভাবে এগিয়েও ছিল স্বাগতিকেরা। কিন্তু ম্যাচটা যেন একাই বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিয়ে গেলেন অঞ্জনা রানা মাগার। বাংলাদেশের ১১ ফুটবলারের বিপক্ষে যেন একাই লড়ে পয়েন্ট কাড়লেন নেপালি গোলরক্ষক।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু আঁখি খাতুনের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। এর মিনিট তিনেক পরে নিজেদের ডি-বক্সে বিমলা বিকের ফ্রি-কিক হেড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়াতে বসেছিলেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।
১৫ মিনিটে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগও পেয়েছিলেন শামসুন্নাহার। ডি-বক্সের বাম প্রান্ত থেকে মারিয়া মান্ডার কাটব্যাকে শামসুন্নাহারের বাইসাইকেল কিক আটকে দেন নেপালি গোলরক্ষক। ১৮ মিনিটে এই গোলরক্ষকই আবারও বাধার দেয়াল হয়ে দাঁড়ান শামসুন্নাহারের সামনে। দারুণ ক্ষিপ্রতায় বল পায়ে প্রতিপক্ষ ডি-বক্সে ঢুকলেও গোলরক্ষক অঞ্জনা আটকে দেন শামসুন্নাহারের গতি। ৩২ মিনিটে শামসুন্নাহারের আরেকটি দূরপাল্লার শটও ফিরিয়ে দেন নেপালি গোলরক্ষক অঞ্জনা।
দ্বিতীয়ার্ধেও একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ৫৪ মিনিটে মারিয়া মান্ডার কর্নার থেকে জটলাকে কাজে লাগিয়ে বক্সের মুখে শট নিয়েছিলেন ঋতুপর্না চাকমা। গোললাইন থেকে এবার ফিরিয়ে দেন ডিফেন্ডার বিমলা বিকে। ৮৭ মিনিটে বাংলাদেশকে আরেকবার হতাশ করেন গোলবারে নেপালের ভরসা অঞ্জনা মাগার। ডি-বক্সের বাইরে থেকে মনিকা চাকমার বাঁ পায়ের শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন নেপালি গোলরক্ষক।
‘দুর্ভাগ্যের’ কারণে দারুণ খেলে জয় পায়নি বাংলাদেশ, আজ ম্যাচ শেষে এমনটাই বললেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন। তিনি বললেন, ‘এটা দুর্ভাগ্য ছাড়া আর কী বলা যায়? তাদের গোলরক্ষক একাই কতগুলো নিশ্চিত সুযোগ ফিরিয়ে দিয়েছে। আমাদের এখনো ফাইনাল খেলার সুযোগ আছে।’
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগামী পরশু ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে স্বাগতিকদের ভালোই এক বার্তা দিয়ে রেখেছে ভুটানি মেয়েরা।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে মেয়েদের শুরুটা ভালো হল না। নেপালের বিপক্ষে ম্যাচে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি মারিয়া মান্ডার দল। নেপালি গোলরক্ষক অঞ্জনা রানা মাগারের দৃঢ়তায় গোলশূন্য ড্রয়ে শুরু হলো বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নেপালের বিপক্ষে ফেবারিট হিসেবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন মারিয়া মান্ডারা। তিন বছর আগের আসরে দুইবার নেপালকে হারানোর স্মৃতি আর জাতীয় দলের ১৫ ফুটবলার নিয়ে তুলনামূলকভাবে এগিয়েও ছিল স্বাগতিকেরা। কিন্তু ম্যাচটা যেন একাই বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিয়ে গেলেন অঞ্জনা রানা মাগার। বাংলাদেশের ১১ ফুটবলারের বিপক্ষে যেন একাই লড়ে পয়েন্ট কাড়লেন নেপালি গোলরক্ষক।
ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু আঁখি খাতুনের দূরপাল্লার শট বারে লেগে ফিরে আসে। এর মিনিট তিনেক পরে নিজেদের ডি-বক্সে বিমলা বিকের ফ্রি-কিক হেড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়াতে বসেছিলেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।
১৫ মিনিটে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগও পেয়েছিলেন শামসুন্নাহার। ডি-বক্সের বাম প্রান্ত থেকে মারিয়া মান্ডার কাটব্যাকে শামসুন্নাহারের বাইসাইকেল কিক আটকে দেন নেপালি গোলরক্ষক। ১৮ মিনিটে এই গোলরক্ষকই আবারও বাধার দেয়াল হয়ে দাঁড়ান শামসুন্নাহারের সামনে। দারুণ ক্ষিপ্রতায় বল পায়ে প্রতিপক্ষ ডি-বক্সে ঢুকলেও গোলরক্ষক অঞ্জনা আটকে দেন শামসুন্নাহারের গতি। ৩২ মিনিটে শামসুন্নাহারের আরেকটি দূরপাল্লার শটও ফিরিয়ে দেন নেপালি গোলরক্ষক অঞ্জনা।
দ্বিতীয়ার্ধেও একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ৫৪ মিনিটে মারিয়া মান্ডার কর্নার থেকে জটলাকে কাজে লাগিয়ে বক্সের মুখে শট নিয়েছিলেন ঋতুপর্না চাকমা। গোললাইন থেকে এবার ফিরিয়ে দেন ডিফেন্ডার বিমলা বিকে। ৮৭ মিনিটে বাংলাদেশকে আরেকবার হতাশ করেন গোলবারে নেপালের ভরসা অঞ্জনা মাগার। ডি-বক্সের বাইরে থেকে মনিকা চাকমার বাঁ পায়ের শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন নেপালি গোলরক্ষক।
‘দুর্ভাগ্যের’ কারণে দারুণ খেলে জয় পায়নি বাংলাদেশ, আজ ম্যাচ শেষে এমনটাই বললেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন। তিনি বললেন, ‘এটা দুর্ভাগ্য ছাড়া আর কী বলা যায়? তাদের গোলরক্ষক একাই কতগুলো নিশ্চিত সুযোগ ফিরিয়ে দিয়েছে। আমাদের এখনো ফাইনাল খেলার সুযোগ আছে।’
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আগামী পরশু ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে স্বাগতিকদের ভালোই এক বার্তা দিয়ে রেখেছে ভুটানি মেয়েরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫