ক্রীড়া ডেস্ক
মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সেটা হয়েই গেল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় গেলেন রাশফোর্ড। বার্সার হয়ে নতুন মৌসুমে খেলার আগেই ক্লাবটিকে আপন করে নিয়েছেন ইংলিশ তারকা ফরোয়ার্ড।
ম্যান ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে বার্সায় গেছেন রাশফোর্ড। বার্সেলোনার সঙ্গে গত রাতে চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন তিনি। ইংল্যান্ডের ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ধারে নেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে বার্সেলোনা ফুটবল ক্লাব বলেছে, ‘২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মার্কাস রাশফোর্ডের ধারচুক্তির বিষয়ে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড একমত।’ স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইউনাইটেডে রাশফোর্ড সপ্তাহে বেতন পেতেন ৩ লাখ ২৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫ কোটি ৩৫ লাখ টাকা। ইউনাইটেডের ৭৫ শতাংশ অর্থ পারিশ্রমিক হিসেবে রাশফোর্ডকে দেবে বার্সা।
বার্সেলোনার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারার পর ক্লাবটির ইউটিউব চ্যানেলে রাশফোর্ড কথা বলেছেন। ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড বলেন, ‘এটা এমন এক ক্লাব, যেখানে স্বপ্নপূরণ হয়। কারণ, তারা (বার্সা) বড় ট্রফি জেতে। মনে হচ্ছে যেন ঘরেই আছি আমি। এ ছাড়া ক্লাবটা পরিবারের মতো হওয়ার কারণে বেছে নিয়েছি।’ ধারে বার্সেলোনায় গেলেও দারুণ পারফরম্যান্সে ক্লাবটিতে স্থায়ীভাবে থাকার সুযোগও রয়েছে তাঁর সামনে। আগামী বছর তাঁকে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় (৫০০ কোটি টাকা) স্থায়ীভাবে কেনার সুযোগ তৈরি করা হয়েছে চুক্তিপত্রে।
২০২৪-এর ডিসেম্বরের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ রুবেন আমোরিমের দলে ব্রাত্য রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের অর্ধেক সময় ধারে অ্যাস্টন ভিলায় খেলেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, যে পাঁচ খেলোয়াড় এ মাসে ইউনাইটেড ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন, তাঁদেরই একজন রাশফোর্ড। তবে বার্সায় যোগ দিয়ে ইউনাইটেডের প্রতি কোনো ক্ষোভ ঝাড়েননি তিনি। ইংলিশ ফরোয়ার্ড বলেন, ‘আমার খারাপ কিছুই বলার নেই। কারণ,এটা (ম্যানচেস্টার ইউনাইটেড) শুধু ক্যারিয়ারই নয়। জীবনেরও অংশ। ভবিষ্যতে তারা যেন সফল হতে পারে, সেজন্য শুভকামনা।’
ম্যানচেস্টারে বেড়ে ওঠা রাশফোর্ড শৈশব থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন অল্প বয়সেই। ২০১৫ সালে ম্যান ইউনাইটেডের মূল দলে যোগ দেন রাশফোর্ড। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে। ইউনাইটেডের হয়ে দুই বার করে জিতেছেন এফএ কাপ ও কারাবাও কাপ। কমিউনিটি শিল্ড ও ইউরোপা লিগের শিরোপা জিতেছেন একবার করে।
মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় যাওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সেটা হয়েই গেল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় গেলেন রাশফোর্ড। বার্সার হয়ে নতুন মৌসুমে খেলার আগেই ক্লাবটিকে আপন করে নিয়েছেন ইংলিশ তারকা ফরোয়ার্ড।
ম্যান ইউনাইটেড থেকে এক মৌসুমের জন্য ধারে বার্সায় গেছেন রাশফোর্ড। বার্সেলোনার সঙ্গে গত রাতে চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন তিনি। ইংল্যান্ডের ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ধারে নেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে বার্সেলোনা ফুটবল ক্লাব বলেছে, ‘২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মার্কাস রাশফোর্ডের ধারচুক্তির বিষয়ে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড একমত।’ স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইউনাইটেডে রাশফোর্ড সপ্তাহে বেতন পেতেন ৩ লাখ ২৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫ কোটি ৩৫ লাখ টাকা। ইউনাইটেডের ৭৫ শতাংশ অর্থ পারিশ্রমিক হিসেবে রাশফোর্ডকে দেবে বার্সা।
বার্সেলোনার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারার পর ক্লাবটির ইউটিউব চ্যানেলে রাশফোর্ড কথা বলেছেন। ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড বলেন, ‘এটা এমন এক ক্লাব, যেখানে স্বপ্নপূরণ হয়। কারণ, তারা (বার্সা) বড় ট্রফি জেতে। মনে হচ্ছে যেন ঘরেই আছি আমি। এ ছাড়া ক্লাবটা পরিবারের মতো হওয়ার কারণে বেছে নিয়েছি।’ ধারে বার্সেলোনায় গেলেও দারুণ পারফরম্যান্সে ক্লাবটিতে স্থায়ীভাবে থাকার সুযোগও রয়েছে তাঁর সামনে। আগামী বছর তাঁকে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় (৫০০ কোটি টাকা) স্থায়ীভাবে কেনার সুযোগ তৈরি করা হয়েছে চুক্তিপত্রে।
২০২৪-এর ডিসেম্বরের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ রুবেন আমোরিমের দলে ব্রাত্য রাশফোর্ড। ২০২৪-২৫ মৌসুমের অর্ধেক সময় ধারে অ্যাস্টন ভিলায় খেলেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, যে পাঁচ খেলোয়াড় এ মাসে ইউনাইটেড ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন, তাঁদেরই একজন রাশফোর্ড। তবে বার্সায় যোগ দিয়ে ইউনাইটেডের প্রতি কোনো ক্ষোভ ঝাড়েননি তিনি। ইংলিশ ফরোয়ার্ড বলেন, ‘আমার খারাপ কিছুই বলার নেই। কারণ,এটা (ম্যানচেস্টার ইউনাইটেড) শুধু ক্যারিয়ারই নয়। জীবনেরও অংশ। ভবিষ্যতে তারা যেন সফল হতে পারে, সেজন্য শুভকামনা।’
ম্যানচেস্টারে বেড়ে ওঠা রাশফোর্ড শৈশব থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন অল্প বয়সেই। ২০১৫ সালে ম্যান ইউনাইটেডের মূল দলে যোগ দেন রাশফোর্ড। ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৭৭ গোলে। ইউনাইটেডের হয়ে দুই বার করে জিতেছেন এফএ কাপ ও কারাবাও কাপ। কমিউনিটি শিল্ড ও ইউরোপা লিগের শিরোপা জিতেছেন একবার করে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে