আর্সেনালকে হারানো একটু কঠিনই হয়ে পড়েছিল। কেউই পারছিল না আর্সেনালের জয়রথ থামাতে। অবশেষে গতকাল আর্সেনাল হার মেনেছে ম্যানচেস্টার সিটির কাছে। ইতিহাদে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। মিকেল আর্তেতার মতে, ডাচ ডিফেন্ডারের গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
ইতিহাদে গতকাল এফএ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ৬৪ মিনিটে। জ্যাক গ্রিয়ালিশের পাস প্রথমে রিসিভ করেছিলেন নাথান আকে। এরপর আলতো শটে আর্সেনাল গোলরক্ষক ম্যাট টার্নারকে বোকা বানিয়ে গোল করেন আকে। ১-০ গোলের জয়ে আর্সেনালকে বিদায় করে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছে যায় সিটিজেনরা।
আকের এই গোল সত্ত্বেও আর্সেনাল বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেনি গানার্সরা। ম্যাচ শেষে হতাশ হয়ে আর্তেতা বলেন, ‘দুর্ভাগ্যবশত আজ আমরা পারিনি। আকের ডান পায়ের শট আমরা ঠেকাতে পারিনি। এমন পরিস্থিতিতে বেশি কিছু করারও থাকে না। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধে আমরা বেশ সুযোগ পেয়েছিলাম। ৩ থেকে ৪টি গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু পারিনি।’
আগামী ১৬ ফেব্রুয়ারি এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যান সিটি। এই ম্যাচে ভিন্ন গল্প লেখার আশা নিয়ে আর্তেতা বলেন, ‘আমরা এখানে জিততে এসেছিলাম। কিন্তু আমরা পারিনি। আশা করি পরের ম্যাচ পুরো ভিন্ন হবে।’
আর্সেনালকে হারানো একটু কঠিনই হয়ে পড়েছিল। কেউই পারছিল না আর্সেনালের জয়রথ থামাতে। অবশেষে গতকাল আর্সেনাল হার মেনেছে ম্যানচেস্টার সিটির কাছে। ইতিহাদে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। মিকেল আর্তেতার মতে, ডাচ ডিফেন্ডারের গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
ইতিহাদে গতকাল এফএ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ৬৪ মিনিটে। জ্যাক গ্রিয়ালিশের পাস প্রথমে রিসিভ করেছিলেন নাথান আকে। এরপর আলতো শটে আর্সেনাল গোলরক্ষক ম্যাট টার্নারকে বোকা বানিয়ে গোল করেন আকে। ১-০ গোলের জয়ে আর্সেনালকে বিদায় করে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছে যায় সিটিজেনরা।
আকের এই গোল সত্ত্বেও আর্সেনাল বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেনি গানার্সরা। ম্যাচ শেষে হতাশ হয়ে আর্তেতা বলেন, ‘দুর্ভাগ্যবশত আজ আমরা পারিনি। আকের ডান পায়ের শট আমরা ঠেকাতে পারিনি। এমন পরিস্থিতিতে বেশি কিছু করারও থাকে না। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধে আমরা বেশ সুযোগ পেয়েছিলাম। ৩ থেকে ৪টি গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু পারিনি।’
আগামী ১৬ ফেব্রুয়ারি এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যান সিটি। এই ম্যাচে ভিন্ন গল্প লেখার আশা নিয়ে আর্তেতা বলেন, ‘আমরা এখানে জিততে এসেছিলাম। কিন্তু আমরা পারিনি। আশা করি পরের ম্যাচ পুরো ভিন্ন হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫