দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে বসতে যাচ্ছে তারকা ফুটবলারদের মেলা। যাঁরা ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় নিজেদের আলোকিত করবেন। আর দলকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই সব তারকাদের মধ্যে থেকে নিজের সেরা ফুটবলার পছন্দ করেছেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান তারকার মতে, নেইমার তাঁর চোখে সেরা।
এখন পর্যন্ত যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্যে নেইমারকে সেরা মনে করছেন জেসুস। আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘২০১৬ সালের অলিম্পিকে আমরা প্রথমবার একসঙ্গে খেলেছি। এরপর অনেক ম্যাচ খেলেছি দুজনে। খেলোয়াড় হিসেবে, সে অবিশ্বাস্য। মনে করি, এখন পর্যন্ত যাদের সঙ্গে খেলেছি সেই সেরা। অবশ্যই এবং নিশ্চিতভাবেই।’
নেইমারে প্রতি তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন জেসুস। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘মাঠের বাইরেও তাকে ভালোবাসি। মাঠের বাইরে সে অসাধারণ মানুষ। সে খুবই বিনয়ী। তাকে পরিবারের সদস্য ও বন্ধু মনে হয়।’
মানুষ হিসেবে নেইমারের বিষয়ে জেসুস বলেছেন, ‘সে সব সময় মজা করে, নাচে ও গায়। সে অন্যতম একজন মজার মানুষ।’
২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। শিরোপা জেতা তো দূরের কথা আর কোনো টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। এর ফলে দলটির একটি মিশন আটকিয়ে আছে। আর তা হলো ‘হেক্সা’।
‘হেক্সা’ মিশন সফল করার জন্য ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ায় তা ভেস্তে যায়। পরের বার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও তা পূরণ করতে পারেনি।
এবার আর একটি বিশ্বকাপ শুরু হচ্ছে আর ৫ দিন পরেই। এ বিশ্বকাপে দলটি ছয়বারের মিশনটি পূরণ করতে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে শিরোপার অন্যতম ফেবারিট হিসেবেই যাচ্ছে হলুদরা। আর এই মিশনে নেইমারকে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দেও আছেন ব্রাজিলের নাম্বার টেন।
২৪ নভেম্বর, সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে বসতে যাচ্ছে তারকা ফুটবলারদের মেলা। যাঁরা ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় নিজেদের আলোকিত করবেন। আর দলকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই সব তারকাদের মধ্যে থেকে নিজের সেরা ফুটবলার পছন্দ করেছেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান তারকার মতে, নেইমার তাঁর চোখে সেরা।
এখন পর্যন্ত যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্যে নেইমারকে সেরা মনে করছেন জেসুস। আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘২০১৬ সালের অলিম্পিকে আমরা প্রথমবার একসঙ্গে খেলেছি। এরপর অনেক ম্যাচ খেলেছি দুজনে। খেলোয়াড় হিসেবে, সে অবিশ্বাস্য। মনে করি, এখন পর্যন্ত যাদের সঙ্গে খেলেছি সেই সেরা। অবশ্যই এবং নিশ্চিতভাবেই।’
নেইমারে প্রতি তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন জেসুস। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘মাঠের বাইরেও তাকে ভালোবাসি। মাঠের বাইরে সে অসাধারণ মানুষ। সে খুবই বিনয়ী। তাকে পরিবারের সদস্য ও বন্ধু মনে হয়।’
মানুষ হিসেবে নেইমারের বিষয়ে জেসুস বলেছেন, ‘সে সব সময় মজা করে, নাচে ও গায়। সে অন্যতম একজন মজার মানুষ।’
২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। শিরোপা জেতা তো দূরের কথা আর কোনো টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। এর ফলে দলটির একটি মিশন আটকিয়ে আছে। আর তা হলো ‘হেক্সা’।
‘হেক্সা’ মিশন সফল করার জন্য ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ায় তা ভেস্তে যায়। পরের বার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও তা পূরণ করতে পারেনি।
এবার আর একটি বিশ্বকাপ শুরু হচ্ছে আর ৫ দিন পরেই। এ বিশ্বকাপে দলটি ছয়বারের মিশনটি পূরণ করতে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে শিরোপার অন্যতম ফেবারিট হিসেবেই যাচ্ছে হলুদরা। আর এই মিশনে নেইমারকে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দেও আছেন ব্রাজিলের নাম্বার টেন।
২৪ নভেম্বর, সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫