‘কসাই মার্তিনেজ’ নামে লিসান্দ্রো মার্তিনেজ তো এরই মধ্যে পরিচয় পেয়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার রক্ষণব্যূহ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। প্রতিযোগিতামূলক হোক বা প্রীতি ম্যাচ, তাঁর মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মার্তিনেজের প্রায়ই কথা-কাটাকাটি হয়।
গতকাল টেক্সাসের হস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। ৪২ মিনিটে রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন মার্তিনেজ। তখনই বেলিংহামের সঙ্গে মার্তিনেজের কথা-কাটাকাটি শুরু হয়। এমনকি হলুদ কার্ডও খেতে হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে।
তবে বেলিংহামের কাছে এই ঘটনা খেলারই অংশ। ইংলিশ এই মিডফিল্ডার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘প্রথমার্ধের শেষে একটু কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন সে আমাকে শুভকামনা জানিয়ে চলে গিয়েছিল, আমি সত্যিই ব্যাপারটিকে সম্মানে চোখের দেখেছি। আমি মনে করি, মাঠের ঘটনা মাঠে থাকাই ভালো। তার সঙ্গে ম্যাচ শেষে দেখা করেছি এবং শুভকামনা জানিয়েছি। সে দারুণ এক খেলোয়াড়। আমার মতো সে জিততে চায়। মাঝেমধ্যে তা একটু বেশি হয়ে যায়। এটা খেলারই অংশ।’
প্রীতি ম্যাচে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ৬ মিনিটে গোল করেন বেলিংহাম ও ৮৯ মিনিটে লস ব্লাঙ্কোসদের দ্বিতীয় গোলটি করেন হোসেলু। এবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে এসেছেন বেলিংহাম, বাংলাদেশি মুদ্রায় তা ১২৪৫ কোটি ৫৮ লাখ টাকা।
আরেক প্রীতি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ৫-৩ গোলে হারিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বার্সার হয়ে একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও ফেরান তোরেস।
‘কসাই মার্তিনেজ’ নামে লিসান্দ্রো মার্তিনেজ তো এরই মধ্যে পরিচয় পেয়ে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার রক্ষণব্যূহ ভেদ করে প্রতিপক্ষ ফুটবলারদের গোল করতে রীতিমতো ঘাম ছুটে যায়। প্রতিযোগিতামূলক হোক বা প্রীতি ম্যাচ, তাঁর মধ্যে দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব’। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে মার্তিনেজের প্রায়ই কথা-কাটাকাটি হয়।
গতকাল টেক্সাসের হস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। ৪২ মিনিটে রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন মার্তিনেজ। তখনই বেলিংহামের সঙ্গে মার্তিনেজের কথা-কাটাকাটি শুরু হয়। এমনকি হলুদ কার্ডও খেতে হয়েছে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে।
তবে বেলিংহামের কাছে এই ঘটনা খেলারই অংশ। ইংলিশ এই মিডফিল্ডার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন, ‘প্রথমার্ধের শেষে একটু কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু যখন সে আমাকে শুভকামনা জানিয়ে চলে গিয়েছিল, আমি সত্যিই ব্যাপারটিকে সম্মানে চোখের দেখেছি। আমি মনে করি, মাঠের ঘটনা মাঠে থাকাই ভালো। তার সঙ্গে ম্যাচ শেষে দেখা করেছি এবং শুভকামনা জানিয়েছি। সে দারুণ এক খেলোয়াড়। আমার মতো সে জিততে চায়। মাঝেমধ্যে তা একটু বেশি হয়ে যায়। এটা খেলারই অংশ।’
প্রীতি ম্যাচে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। ম্যাচের ৬ মিনিটে গোল করেন বেলিংহাম ও ৮৯ মিনিটে লস ব্লাঙ্কোসদের দ্বিতীয় গোলটি করেন হোসেলু। এবার বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে এসেছেন বেলিংহাম, বাংলাদেশি মুদ্রায় তা ১২৪৫ কোটি ৫৮ লাখ টাকা।
আরেক প্রীতি ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও বার্সেলোনা। কাতালান জায়ান্টদের ৫-৩ গোলে হারিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। বার্সার হয়ে একটি করে গোল করেন রবার্ট লেভানডফস্কি, রাফিনহা ও ফেরান তোরেস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে