শেষ মুহূর্তে নাটকীয়তার চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন দলবদল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না করা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। দুই দিন আগে এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
একবার ব্যর্থ হলেও পিছু হটার পাত্র নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে ঘিরে যে স্বপ্ন পেরেজ বুনছেন সেটা পূরণ করতে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছেন পিএসজির কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, এটাকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে ধরা হচ্ছে। আজই এমবাপ্পেকে আলোচনার শেষ দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো বেশি অর্থাৎ ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে। বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন তিনি। মার্কার কথা মানলে, সেটা আজই হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে এবার রাজি হতে পারে পিএসজি। সব ঠিক থাকলে আজ শুক্রবারের মধ্যেই পিএসজি-এমবাপ্পে-রিয়াল রহস্যের জট খুলে যাবে।
এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিল পিএসজি। যদিও স্প্যানিশ ক্লাবটি বিশ্বাস করে তাদের প্রস্তাব সম্পূর্ণ আইনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তাদের দাবি, যেহেতু এমবাপ্পে নিজেই রিয়ালে আসতে চান, দল বদলের বাকি ব্যাপারটা এখন তাদের হাতে। এদিকে ফরাসি সংবাদমাধ্যমও তখন বলেছিল, এমবাপ্পের দাম আরেকটু বাড়ালে পিএসজি তাঁকে ছেড়ে দেবে।
দরটা আরেকটু বাড়িয়েই এবার প্রস্তাব দিয়েছে পিএসজি। বল এখন পিএসজির কোর্টে!
শেষ মুহূর্তে নাটকীয়তার চরমে পৌঁছেছে গ্রীষ্মকালীন দলবদল। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না করা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন। দুই দিন আগে এমবাপ্পের জন্য ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ হয়েছে স্প্যানিশ ক্লাবটি।
একবার ব্যর্থ হলেও পিছু হটার পাত্র নন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এমবাপ্পেকে ঘিরে যে স্বপ্ন পেরেজ বুনছেন সেটা পূরণ করতে দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছেন পিএসজির কাছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, এটাকে চূড়ান্ত প্রস্তাব হিসেবে ধরা হচ্ছে। আজই এমবাপ্পেকে আলোচনার শেষ দেখতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
আগের প্রস্তাবের চেয়ে দুই কোটি ইউরো বেশি অর্থাৎ ১৮ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর ১৭ কোটি পিএসজিকে সরাসরি দেওয়া হবে। বাকি ১ কোটি বিভিন্ন শর্ত সাপেক্ষে পরিশোধ করবে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে হোক বা সামনের গ্রীষ্মে, ক্লাব বদলালে রিয়ালেই যাবেন তিনি। মার্কার কথা মানলে, সেটা আজই হওয়ার সম্ভাবনা খুব বেশি। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর প্রস্তাবে এবার রাজি হতে পারে পিএসজি। সব ঠিক থাকলে আজ শুক্রবারের মধ্যেই পিএসজি-এমবাপ্পে-রিয়াল রহস্যের জট খুলে যাবে।
এমবাপ্পের জন্য রিয়ালের প্রথম প্রস্তাবকে ‘অনৈতিক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছিল পিএসজি। যদিও স্প্যানিশ ক্লাবটি বিশ্বাস করে তাদের প্রস্তাব সম্পূর্ণ আইনের মধ্যে থেকে দেওয়া হয়েছে। তাদের দাবি, যেহেতু এমবাপ্পে নিজেই রিয়ালে আসতে চান, দল বদলের বাকি ব্যাপারটা এখন তাদের হাতে। এদিকে ফরাসি সংবাদমাধ্যমও তখন বলেছিল, এমবাপ্পের দাম আরেকটু বাড়ালে পিএসজি তাঁকে ছেড়ে দেবে।
দরটা আরেকটু বাড়িয়েই এবার প্রস্তাব দিয়েছে পিএসজি। বল এখন পিএসজির কোর্টে!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫