বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
বড় ব্যবধানে জয় একরকম অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ম্যান সিটি। আর এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান সিটি-বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে গোলের দেখা পায় ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ঘূর্ণিতে দারুণ শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকে সিটিজেনরা। ম্যাচে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৭০ মিনিট। ৭০ মিনিটে গোল করেন বার্নার্দো সিলভা আর ৭৬ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ৩-০ গোলের সহজ জয় পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ কাজ করেছে গার্দিওলার। ম্যাচ শেষে সিটিজেনের কোচ বলেন, ‘আবেগের ক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে গেছি। বয়স ১০ বছর বেড়েছে। ম্যাচটা সহজ ছিল না।’
গার্দিওলা আরও বলেন, ‘পাঁচ-ছয় মিনিট পর খেলা কঠিন হয়ে যায়। তারা আমাদের চেয়ে ভালো খেলছিল। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। শেষের দিকে আমরা ভালো খেলেছি।’ এই ম্যাচ নিয়ে হালান্ড নিজেও উচ্ছ্বসিত। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’
এস্তাদিও দ্যা লুজে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা-ইন্টার মিলান। বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। গোল ২টি করেছেন নিকোলো বারেল্লা ও রোমেলু লুকাকু।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে