ক্রীড়া ডেস্ক
কদিন আগে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই হুংকার ছেড়েছিলেন রাফিনিয়া। যদিও ৪-১ গোলে ব্রাজিলের হারে অনেক বেশি সমালোচিত হয়েছিলেন তিনি। এবার লা লিগার ম্যাচে খেপেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বার্সেলোনা কোচ ও সতীর্থদের ওপর ক্ষোভ ঝেরেছেন রাফিনিয়া।
এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল বেতিস। ম্যাচ শেষ না হতেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে তীব্র বাদানুবাদ হয়েছে রাফিনিয়ার। সতীর্থ মার্ক আন্দ্রে টের স্টেগেনকেও টানেল দিয়ে যাওয়ার সময় রাফিনিয়া ধাক্কা দিয়েছেন বলে শোনা গেছে। এতই মাথা গরম হয়েছে যে রাফিনিয়াকে সামলাতে কোচ ফ্লিকও হিমশিম খান। ম্যাচ শেষে ব্রাজিলের ফরোয়ার্ডের রাফিনিয়ার ঘটনা বর্ণনা দিতে গিয়ে হেসে দিলেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘রেফারির সঙ্গে এটা কিছু ছিল না। রাফিনিয়া আমার দিকে তাকিয়ে চিৎকার করছিল।’
বেতিসের বিপক্ষে গত রাতে ফেরান তোরেসের বদলি হিসেবে ৫৭ মিনিটে নেমেছেন রাফিনিয়া। বার্সেলোনার শুরুর একাদশে যিনি নিয়মিত মুখ, তাঁকে এই ম্যাচে বদলি হিসেবে নামানোর ব্যাখ্যায় ফ্লিক বলেন, ‘রাফিনিয়া? বিশেষ কিছু না। সে দেশের জন্য কিছু ম্যাচ খেলেছে। আমাদের তাকে নিয়ে সতর্ক হওয়া উচিত।’
এ বছরের মার্চে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ খেলে একটি হেরেছে ও একটি জিতেছে। ২১ মার্চ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছিলেন। ঘরের মাঠে এই জয়ের পর ব্রাজিল এরপর নাস্তানাবুদ হয়েছে লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজবিহীন আর্জেন্টিনার কাছে। এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটার উৎসব করে আলবিসেলেস্তেরা। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিলিয়ানো সিমিওনে করেছিলেন গোল। ব্রাজিলের একমাত্র গোল করেছিলেন ম্যাথুস কুনহা।
লা লিগায় গত রাতে বার্সেলোনা-রিয়াল বেতিস ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। ৭ মিনিটে মিডফিল্ডার গাভির গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ১৭ মিনিটে সমতাসূচক গোল করেন রিয়াল বেতিস ডিফেন্ডর নাতান। এই ম্যাচ ড্রয়ের পর ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তারাও খেলেছে ৩০ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত রাতে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ১৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টিতে গোল মিস করলেও ৫০ মিনিটে গোল করেছেন।
আরও পড়ুন:
কদিন আগে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগেই হুংকার ছেড়েছিলেন রাফিনিয়া। যদিও ৪-১ গোলে ব্রাজিলের হারে অনেক বেশি সমালোচিত হয়েছিলেন তিনি। এবার লা লিগার ম্যাচে খেপেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বার্সেলোনা কোচ ও সতীর্থদের ওপর ক্ষোভ ঝেরেছেন রাফিনিয়া।
এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে লা লিগায় মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল বেতিস। ম্যাচ শেষ না হতেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে তীব্র বাদানুবাদ হয়েছে রাফিনিয়ার। সতীর্থ মার্ক আন্দ্রে টের স্টেগেনকেও টানেল দিয়ে যাওয়ার সময় রাফিনিয়া ধাক্কা দিয়েছেন বলে শোনা গেছে। এতই মাথা গরম হয়েছে যে রাফিনিয়াকে সামলাতে কোচ ফ্লিকও হিমশিম খান। ম্যাচ শেষে ব্রাজিলের ফরোয়ার্ডের রাফিনিয়ার ঘটনা বর্ণনা দিতে গিয়ে হেসে দিলেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘রেফারির সঙ্গে এটা কিছু ছিল না। রাফিনিয়া আমার দিকে তাকিয়ে চিৎকার করছিল।’
বেতিসের বিপক্ষে গত রাতে ফেরান তোরেসের বদলি হিসেবে ৫৭ মিনিটে নেমেছেন রাফিনিয়া। বার্সেলোনার শুরুর একাদশে যিনি নিয়মিত মুখ, তাঁকে এই ম্যাচে বদলি হিসেবে নামানোর ব্যাখ্যায় ফ্লিক বলেন, ‘রাফিনিয়া? বিশেষ কিছু না। সে দেশের জন্য কিছু ম্যাচ খেলেছে। আমাদের তাকে নিয়ে সতর্ক হওয়া উচিত।’
এ বছরের মার্চে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ খেলে একটি হেরেছে ও একটি জিতেছে। ২১ মার্চ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র গোল করেছিলেন। ঘরের মাঠে এই জয়ের পর ব্রাজিল এরপর নাস্তানাবুদ হয়েছে লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজবিহীন আর্জেন্টিনার কাছে। এস্তাদিও মাস মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটার উৎসব করে আলবিসেলেস্তেরা। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিলিয়ানো সিমিওনে করেছিলেন গোল। ব্রাজিলের একমাত্র গোল করেছিলেন ম্যাথুস কুনহা।
লা লিগায় গত রাতে বার্সেলোনা-রিয়াল বেতিস ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। ৭ মিনিটে মিডফিল্ডার গাভির গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ১৭ মিনিটে সমতাসূচক গোল করেন রিয়াল বেতিস ডিফেন্ডর নাতান। এই ম্যাচ ড্রয়ের পর ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। তারাও খেলেছে ৩০ ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গত রাতে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ১৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টিতে গোল মিস করলেও ৫০ মিনিটে গোল করেছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে