রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছেন ২০২১ সালে। এরপর থেকেই বেকার আছেন জিনেদিন জিদান। বেকার বললে ভুল হবে অবশ্য। কেননা, তাঁকে পেতে অনেক ক্লাব ও জাতীয় দল আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এতে সাড়া দেননি তিনি। ফরাসি কিংবদন্তির ইচ্ছা ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন তিনি।
কাতার বিশ্বকাপের পর একটা সম্ভাবনা থাকলেও তা মিইয়ে গেছে। বর্তমানে দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তার মানে, আবারও জিদানকে অপেক্ষা করতে হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
তত দিন অপেক্ষা করবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়ার আশায় বুক বেঁধে রয়েছেন জিদান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী জিকিউর সঙ্গে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন ৫০ বছর বয়সী কোচ।
জিদান বলেছেন, ‘বহুবারই বলেছি, যখন আপনি ফ্রান্স দলে খেলার পর কোচ হওয়ার চিন্তা-ভাবনা করবেন, তখন এটা অযৌক্তিক কিছু নয়। তবে এখনো সে সময় আসেনি। কানের হয়ে খেলার সময় বোর্দোয় যোগ দিতে চেয়েছিলাম। এরপর জুভেন্টাসে খেলতে চেয়েছিলাম এবং তারপর রিয়াল মাদ্রিদে গিয়েছি। প্রতিবারই ছিল আলাদা আলাদা সব অভিজ্ঞতা, যাকে আমরা উচ্চাশা বলি। সব সময়ই উচ্চাভিলাষী ছিলাম এবং নিজের ওপর আস্থা রেখেছি।’
১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী জিদান খেলোয়াড় হিসেবে যেমন সফল, তেমনি কোচ হিসেবেও। যদিও রিয়ালের বাইরে আর কোনো দলকে কোচিং করাননি এখনো। রিয়ালের হয়ে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়নস লিগসহ একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের তিনটি আবার টানা ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জিতেছেন।
রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছেন ২০২১ সালে। এরপর থেকেই বেকার আছেন জিনেদিন জিদান। বেকার বললে ভুল হবে অবশ্য। কেননা, তাঁকে পেতে অনেক ক্লাব ও জাতীয় দল আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এতে সাড়া দেননি তিনি। ফরাসি কিংবদন্তির ইচ্ছা ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন তিনি।
কাতার বিশ্বকাপের পর একটা সম্ভাবনা থাকলেও তা মিইয়ে গেছে। বর্তমানে দায়িত্বে থাকা দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তার মানে, আবারও জিদানকে অপেক্ষা করতে হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
তত দিন অপেক্ষা করবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়ার আশায় বুক বেঁধে রয়েছেন জিদান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন সাময়িকী জিকিউর সঙ্গে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন ৫০ বছর বয়সী কোচ।
জিদান বলেছেন, ‘বহুবারই বলেছি, যখন আপনি ফ্রান্স দলে খেলার পর কোচ হওয়ার চিন্তা-ভাবনা করবেন, তখন এটা অযৌক্তিক কিছু নয়। তবে এখনো সে সময় আসেনি। কানের হয়ে খেলার সময় বোর্দোয় যোগ দিতে চেয়েছিলাম। এরপর জুভেন্টাসে খেলতে চেয়েছিলাম এবং তারপর রিয়াল মাদ্রিদে গিয়েছি। প্রতিবারই ছিল আলাদা আলাদা সব অভিজ্ঞতা, যাকে আমরা উচ্চাশা বলি। সব সময়ই উচ্চাভিলাষী ছিলাম এবং নিজের ওপর আস্থা রেখেছি।’
১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী জিদান খেলোয়াড় হিসেবে যেমন সফল, তেমনি কোচ হিসেবেও। যদিও রিয়ালের বাইরে আর কোনো দলকে কোচিং করাননি এখনো। রিয়ালের হয়ে দুই মেয়াদে তিনটি চ্যাম্পিয়নস লিগসহ একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের তিনটি আবার টানা ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত জিতেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে