খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫