লিওনেল মেসির ইন্টার মিয়ামি পর্ব শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। মেসির এই অভিষেক ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আগামীকাল ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল, যা হতে যাচ্ছে মিয়ামিতে মেসির প্রথম ম্যাচ। অনলাইনে অ্যাপল টিভি প্লাসে দেখা যাবে এই ম্যাচ। অ্যাপল টিভি প্লাসের এমএলএস সিজন পাসে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে মেসির অভিষেক ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচে টিকিটের দামও প্রচুর। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ কয়েক দিন আগে দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত রোববার ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে। ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান নিয়ে মুগ্ধতা ঝরেছে মেসির কণ্ঠেও। অনুষ্ঠানের দিন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘আমাকে এভাবে স্বাগত জানানোয় মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে ও ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’ এরপর ইনস্টাগ্রামেও অনুষ্ঠানের প্রশংসা করেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার, ‘সবাইকে গতকালের (রোববার) জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যাঁরা এসেছেন তাঁদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’
লিওনেল মেসির ইন্টার মিয়ামি পর্ব শুরু হতে বাকি কয়েক ঘণ্টা। মেসির এই অভিষেক ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আগামীকাল ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল, যা হতে যাচ্ছে মিয়ামিতে মেসির প্রথম ম্যাচ। অনলাইনে অ্যাপল টিভি প্লাসে দেখা যাবে এই ম্যাচ। অ্যাপল টিভি প্লাসের এমএলএস সিজন পাসে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে মেসির অভিষেক ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচে টিকিটের দামও প্রচুর। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ কয়েক দিন আগে দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত রোববার ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে। ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠান নিয়ে মুগ্ধতা ঝরেছে মেসির কণ্ঠেও। অনুষ্ঠানের দিন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘আমাকে এভাবে স্বাগত জানানোয় মিয়ামির সবাইকে ধন্যবাদ। যেদিন থেকে এখানে এসেছি, সেদিন থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। হোসে, হোর্হে ও ডেভিডকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের কারণেই এখানে সবকিছু নিজের করে নিতে পেরেছি।’ এরপর ইনস্টাগ্রামেও অনুষ্ঠানের প্রশংসা করেছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার, ‘সবাইকে গতকালের (রোববার) জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যাঁরা এসেছেন তাঁদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫