কোনো রাখঢাক নয়; লিওনেল মেসি জানিয়ে দিলেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ। সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে কথোপকথনকালে আর্জেন্টাইন সুপারস্টার জানান, ২০২২ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ খেলবেন না তিনি। মেসি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ—নিশ্চিত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
বয়স হয়ে গেছে ৩৫। আরেকটি বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হয়ে যাবে ৩৯। তবে তাঁর আগেই থামতে চান তিনি। এ প্রসঙ্গে এলএমটেন বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত দিন গুনছি। সত্য হলো, অল্প উদ্বিগ্নও। এটাই আমার শেষ। এক অর্থে, বিশ্বকাপের জন্য আমার অপেক্ষার তর সইছে। তবে তা ভালোভাবে শেষ করার জন্য আমি মরিয়া।’
২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি মেসির। এবারও ফেবারিটদের তালিকায় আর্জেন্টিনা। শেষ দুই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ও পেয়েছে লিওনেল স্কালোনির দল। এ ব্যাপারে মেসি বলেন, ‘আমাদের এখন খুব ভালো সময় যাচ্ছে। তবে বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে।’
অবশ্য নিজেদের ফেবারিটদের তালিকায় রাখতে চান না মেসি, ‘জানি না, আমরা ফেবারিট কিনা। তবে আর্জেন্টিনা সব সময় বিশ্বকাপ ইতিহাসের সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় থাকে। আমরা ফেবারিট নই। আমি মনে করি, আমাদের চেয়েও সেরা দল আছে।’
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। জাতীয় দল ও ক্লাবের জার্সিতেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন পিএসজি ফরোয়ার্ড। স্বাভাবিকভাবে মরুর বুকের বিশ্বকাপেও তাঁর এমন পারফরম্যান্স দেখতে চাইবেন ভক্তরা। লা আলবিসেলেস্তেরা কাতারে যাবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে। ২০১৯ সালের পর থেকে হারেনি তারা।
মেসি কি পারবেন নিজের শেষ বিশ্বকাপে অধরা শিরোপাটা হাতে নিতে? ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে না হারলে সেই শূন্যতা পূরণ হতো তাঁর। পেশাদারি ক্যারিয়ারে সবকিছু জিতেছেন তিনি। কিন্তু আর্জেন্টিনাকে এনে দিতে পারেননি বিশ্বকাপ। গত বছর অবশ্য ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে স্বদেশিদের দুঃখ কিছুটা হলেও ভুলিয়েছেন।
কোনো রাখঢাক নয়; লিওনেল মেসি জানিয়ে দিলেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ। সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে কথোপকথনকালে আর্জেন্টাইন সুপারস্টার জানান, ২০২২ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ খেলবেন না তিনি। মেসি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ—নিশ্চিত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
বয়স হয়ে গেছে ৩৫। আরেকটি বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হয়ে যাবে ৩৯। তবে তাঁর আগেই থামতে চান তিনি। এ প্রসঙ্গে এলএমটেন বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত দিন গুনছি। সত্য হলো, অল্প উদ্বিগ্নও। এটাই আমার শেষ। এক অর্থে, বিশ্বকাপের জন্য আমার অপেক্ষার তর সইছে। তবে তা ভালোভাবে শেষ করার জন্য আমি মরিয়া।’
২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি মেসির। এবারও ফেবারিটদের তালিকায় আর্জেন্টিনা। শেষ দুই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ও পেয়েছে লিওনেল স্কালোনির দল। এ ব্যাপারে মেসি বলেন, ‘আমাদের এখন খুব ভালো সময় যাচ্ছে। তবে বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে।’
অবশ্য নিজেদের ফেবারিটদের তালিকায় রাখতে চান না মেসি, ‘জানি না, আমরা ফেবারিট কিনা। তবে আর্জেন্টিনা সব সময় বিশ্বকাপ ইতিহাসের সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় থাকে। আমরা ফেবারিট নই। আমি মনে করি, আমাদের চেয়েও সেরা দল আছে।’
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। জাতীয় দল ও ক্লাবের জার্সিতেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন পিএসজি ফরোয়ার্ড। স্বাভাবিকভাবে মরুর বুকের বিশ্বকাপেও তাঁর এমন পারফরম্যান্স দেখতে চাইবেন ভক্তরা। লা আলবিসেলেস্তেরা কাতারে যাবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে। ২০১৯ সালের পর থেকে হারেনি তারা।
মেসি কি পারবেন নিজের শেষ বিশ্বকাপে অধরা শিরোপাটা হাতে নিতে? ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে না হারলে সেই শূন্যতা পূরণ হতো তাঁর। পেশাদারি ক্যারিয়ারে সবকিছু জিতেছেন তিনি। কিন্তু আর্জেন্টিনাকে এনে দিতে পারেননি বিশ্বকাপ। গত বছর অবশ্য ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে স্বদেশিদের দুঃখ কিছুটা হলেও ভুলিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫