নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি আনিসুর রহমান জিকো। ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। দুজনেই চোটের সঙ্গে লড়াই করছিলেন।
বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকান্ডের পর কিছুটা ছন্দহীন ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ঠিকই। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুই ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা দলে নেননি জিকোকে। ২৬ সদস্যের বাংলাদেশ দলে আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। ফিলিস্তিনের বিপক্ষে চলতি মার্চে দুই ম্যাচেই মিতুলকে দিয়ে শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে মিতুল ব্যথা পাওয়ার পর জিকোকে না নামিয়ে শ্রাবণকে নামানো হয়। শ্রাবণ গোল হজম করায় বাংলাদেশ ০-১ গোলে হারে।
আক্রমণভাগে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা এবার দলে ডাক পাননি। মোরসালিনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল। মাঝমাঠের আক্রমণে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, দুই সোহেল রানাসহ ছয় জন। তবে কার্ড জটিলতায় মিডফিল্ডার মজিবুর রহমান জনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। শেষ ম্যাচে লেবাননের জন্য রাখা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে থাকবেন জনি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ঘটনা অবিকল জনির মতো।
৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। লেবাননের বিপক্ষে ম্যাচটি ১১ জুন বাংলাদেশ খেলবে জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন
রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা
মাঝমাঠ: সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি
আক্রমণভাগ: শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল
বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি আনিসুর রহমান জিকো। ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। দুজনেই চোটের সঙ্গে লড়াই করছিলেন।
বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকান্ডের পর কিছুটা ছন্দহীন ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ঠিকই। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুই ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা দলে নেননি জিকোকে। ২৬ সদস্যের বাংলাদেশ দলে আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। ফিলিস্তিনের বিপক্ষে চলতি মার্চে দুই ম্যাচেই মিতুলকে দিয়ে শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে মিতুল ব্যথা পাওয়ার পর জিকোকে না নামিয়ে শ্রাবণকে নামানো হয়। শ্রাবণ গোল হজম করায় বাংলাদেশ ০-১ গোলে হারে।
আক্রমণভাগে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা এবার দলে ডাক পাননি। মোরসালিনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল। মাঝমাঠের আক্রমণে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, দুই সোহেল রানাসহ ছয় জন। তবে কার্ড জটিলতায় মিডফিল্ডার মজিবুর রহমান জনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। শেষ ম্যাচে লেবাননের জন্য রাখা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে থাকবেন জনি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ঘটনা অবিকল জনির মতো।
৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। লেবাননের বিপক্ষে ম্যাচটি ১১ জুন বাংলাদেশ খেলবে জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন
রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা
মাঝমাঠ: সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি
আক্রমণভাগ: শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫