জিব্রাল্টার ফুটবলাররা হয়তো গত রাতে বলছিলেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফ্রান্স যে চাপে রেখেছিল, তাতে জিব্রাল্টারকে বেশ অসহায় লাগছিল। একটু পরপরই জিব্রাল্টারের জালে বল জড়াচ্ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছে ফ্রান্স।
আলিয়াঞ্জ রিভেইরাতে ফ্রান্স-জিব্রাল্টারের গত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটা ছিল ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ। গ্যালারিতে দর্শকরা এসে শুরু থেকেই দেখছিলেন একের পর এক গোল। শুরুটা হয়েছিল ৩ মিনিটে জিব্রাল্টার ডিফেন্ডার ইথান সান্তোসের আত্মঘাতী গোলে। ফ্রান্সের প্রথম গোলটা ৪ মিনিটে করেন মার্কাস থুরাম। গোলের পর গোল করতে থাকা ফরাসিদের শেষ দুই গোল করেন অলিভিয়ার জিরু। জিব্রাল্টারকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
জিব্রাল্টারকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ড বইয়ের পাতা তছনছ করল ফ্রান্স। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বসহ আন্তর্জাতিক ফুটবলে ১৪ গোলের কীর্তি গড়ল ফ্রান্স। তাতে ভেঙে গেছে জার্মানির রেকর্ড। ২০০৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সান মারিনোকে ১৩-০ গোলে হারিয়েছিল জার্মানরা। একই সঙ্গে ফ্রান্স ভেঙেছে নিজেদের ২৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৯৫ সালে আজারবাইজানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিরা।
এই ম্যাচে ফ্রান্সের ৯ ফুটবলার ১৩ গোল করেছেন। যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন। ৩০ মিনিটে পেনাল্টিতে করেছেন নিজের প্রথম গোল। ৭৪ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। তাতে পেশাদার ক্যারিয়ারে ৩০০ গোল করেছেন। ৩০০ গোলের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে করেছেন ৪৬ গোল ও ২৫৪ গোল করেছেন পিএসজির জার্সিতে। দুটি গোল করতে অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পের হ্যাটট্রিকের পর জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও জিরু। একটি করে গোল করেছেন থুরাম, ওয়ারেন জায়ার এমেরি, আদ্রে র্যাবিও, উসমান দেম্বেলে, ইউসুফ ফোফানা ও জোনাথন ক্লজ। ১৪-০ গোলে জয়ে ৭ ম্যাচের ৭টিতে জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ফ্রান্স।
ফ্রান্সের রেকর্ড গড়ার দিনে ইউরো বাছাইয়ের ম্যাচে নেদারল্যান্ডস ও রোমানিয়া জয় পেয়েছে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে রিপাবলিক আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা। আর ‘আই’ গ্রুপে ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে উঠেছে রোমানিয়া। তাতে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে গেছে রোমানিয়া। আর প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।
জিব্রাল্টার ফুটবলাররা হয়তো গত রাতে বলছিলেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ফ্রান্স যে চাপে রেখেছিল, তাতে জিব্রাল্টারকে বেশ অসহায় লাগছিল। একটু পরপরই জিব্রাল্টারের জালে বল জড়াচ্ছিলেন ফ্রান্সের ফুটবলাররা। গোলবন্যায় ভাসিয়ে রেকর্ড বই তছনছ করে দিয়েছে ফ্রান্স।
আলিয়াঞ্জ রিভেইরাতে ফ্রান্স-জিব্রাল্টারের গত রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটা ছিল ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ। গ্যালারিতে দর্শকরা এসে শুরু থেকেই দেখছিলেন একের পর এক গোল। শুরুটা হয়েছিল ৩ মিনিটে জিব্রাল্টার ডিফেন্ডার ইথান সান্তোসের আত্মঘাতী গোলে। ফ্রান্সের প্রথম গোলটা ৪ মিনিটে করেন মার্কাস থুরাম। গোলের পর গোল করতে থাকা ফরাসিদের শেষ দুই গোল করেন অলিভিয়ার জিরু। জিব্রাল্টারকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
জিব্রাল্টারকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ড বইয়ের পাতা তছনছ করল ফ্রান্স। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বসহ আন্তর্জাতিক ফুটবলে ১৪ গোলের কীর্তি গড়ল ফ্রান্স। তাতে ভেঙে গেছে জার্মানির রেকর্ড। ২০০৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সান মারিনোকে ১৩-০ গোলে হারিয়েছিল জার্মানরা। একই সঙ্গে ফ্রান্স ভেঙেছে নিজেদের ২৮ বছরের পুরোনো এক রেকর্ড। ১৯৯৫ সালে আজারবাইজানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিরা।
এই ম্যাচে ফ্রান্সের ৯ ফুটবলার ১৩ গোল করেছেন। যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছেন। ৩০ মিনিটে পেনাল্টিতে করেছেন নিজের প্রথম গোল। ৭৪ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। তাতে পেশাদার ক্যারিয়ারে ৩০০ গোল করেছেন। ৩০০ গোলের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে করেছেন ৪৬ গোল ও ২৫৪ গোল করেছেন পিএসজির জার্সিতে। দুটি গোল করতে অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পের হ্যাটট্রিকের পর জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও জিরু। একটি করে গোল করেছেন থুরাম, ওয়ারেন জায়ার এমেরি, আদ্রে র্যাবিও, উসমান দেম্বেলে, ইউসুফ ফোফানা ও জোনাথন ক্লজ। ১৪-০ গোলে জয়ে ৭ ম্যাচের ৭টিতে জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ফ্রান্স।
ফ্রান্সের রেকর্ড গড়ার দিনে ইউরো বাছাইয়ের ম্যাচে নেদারল্যান্ডস ও রোমানিয়া জয় পেয়েছে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে রিপাবলিক আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা। আর ‘আই’ গ্রুপে ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে উঠেছে রোমানিয়া। তাতে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে গেছে রোমানিয়া। আর প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে