নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত কয়েক দিনে টানা বৃষ্টির ফলে ভারী হয়ে ওঠে মাঠ। কোথাও কোথাও ছিল না ঘাসের চিহ্নও। ছোট ছোট গর্ত হয়ে ওঠে দৃশ্যমান। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা কিছুটা দুর্ভেদ্য হয়ে পড়ে দুই দলের জন্য। তবু শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে শুরু করে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন করার আগেই দুই দলের কোচ তুলে আনেন মাঠের প্রসঙ্গ। শ্রীলঙ্কান এক খেলোয়াড়কে চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও মাঠের চিত্র দেখে তা বোঝার উপায় ছিল না। মাঠ সংক্রান্ত জটিলতার কারণে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে পিছিয়ে আনা হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল অবস্থা।
লঙ্কান কোচ শিরান্থা কুমারা বলেন, ‘আমি মনে করি, মাঠের অবস্থা একটু খারাপ। কিছু চোটও হয়েছে। আমি মেয়েদের বলেছি, এটা তোমাদের জন্য ভালো অভিজ্ঞতা। আমি এটা প্রত্যাশা করিনি। এটা সাফের টুর্নামেন্ট। আবহাওয়া বদল করা সম্ভব নয়। তবে আমি আসলেই এমন মাঠ প্রত্যাশা করিনি।’
মাঠের অবস্থা বাজে হওয়ার কারণে কাউকে দোষ দিতে চান না বাংলাদেশ কোচ পিটার বাটলার। দলের কেউ চোট না পাওয়ায় স্বস্তি পাচ্ছেন তিনি, ‘মাঠের পরিস্থিতি আমাদের সাহায্যে আসেনি। মাঠ খুবই ভারী ছিল। অবশ্যই, এটা কারও দোষ নয়। আসলে মাঠ যেমন ছিল, সেটাই বললাম আরকি। কিন্তু আমরা ৯ গোল করেছি। শেষ দিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে। তবে স্বস্তির বিষয় ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোনো চোট ছাড়াই।’
গত কয়েক দিনে টানা বৃষ্টির ফলে ভারী হয়ে ওঠে মাঠ। কোথাও কোথাও ছিল না ঘাসের চিহ্নও। ছোট ছোট গর্ত হয়ে ওঠে দৃশ্যমান। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা কিছুটা দুর্ভেদ্য হয়ে পড়ে দুই দলের জন্য। তবু শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে শুরু করে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন করার আগেই দুই দলের কোচ তুলে আনেন মাঠের প্রসঙ্গ। শ্রীলঙ্কান এক খেলোয়াড়কে চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও মাঠের চিত্র দেখে তা বোঝার উপায় ছিল না। মাঠ সংক্রান্ত জটিলতার কারণে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে পিছিয়ে আনা হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল অবস্থা।
লঙ্কান কোচ শিরান্থা কুমারা বলেন, ‘আমি মনে করি, মাঠের অবস্থা একটু খারাপ। কিছু চোটও হয়েছে। আমি মেয়েদের বলেছি, এটা তোমাদের জন্য ভালো অভিজ্ঞতা। আমি এটা প্রত্যাশা করিনি। এটা সাফের টুর্নামেন্ট। আবহাওয়া বদল করা সম্ভব নয়। তবে আমি আসলেই এমন মাঠ প্রত্যাশা করিনি।’
মাঠের অবস্থা বাজে হওয়ার কারণে কাউকে দোষ দিতে চান না বাংলাদেশ কোচ পিটার বাটলার। দলের কেউ চোট না পাওয়ায় স্বস্তি পাচ্ছেন তিনি, ‘মাঠের পরিস্থিতি আমাদের সাহায্যে আসেনি। মাঠ খুবই ভারী ছিল। অবশ্যই, এটা কারও দোষ নয়। আসলে মাঠ যেমন ছিল, সেটাই বললাম আরকি। কিন্তু আমরা ৯ গোল করেছি। শেষ দিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে। তবে স্বস্তির বিষয় ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোনো চোট ছাড়াই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫