বর্ণবাদের শিকার হওয়ার পর লাল কার্ড-ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোববারের ম্যাচটা ছিল ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ভুলে যাওয়ার মতোই। এবার ভিনিসিয়ুস হয়েছেন শাস্তিমুক্ত। একই সঙ্গে ভ্যালেন্সিয়াকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। এক বিবৃতিতে আরএফইএফ বলেছে, ‘১-০ ব্যবধানে হারা ম্যাচে ৯৭ মিনিটে লাল কার্ড দেখা ভিনিসিয়ুসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রায়ো ভায়োকানোর বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি থাকছেন। আংশিক ঘটনা দেখে রেফারি সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ঘটনা দেখে সিদ্ধান্ত নেওয়া ছিল অসম্ভব।’ একই সঙ্গে ভ্যালেন্সিয়াকেও দেওয়া হয়েছে কঠিন শাস্তি। ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামের মারিও কেম্পেস স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্ট্যান্ড থেকেই ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদ মন্তব্য করা হয়েছিল। ক্লাবকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৫২ লাখ ৫৪ হাজার টাকা।
রোববার লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে বর্ণবাদের শিকার হয়ে মেজাজ হারিয়ে ফেলেন ভিনিসিয়ুস। মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে যান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। এরপর টুইটারে পাল্টাপাল্টি জবাব চলে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে গত পরশু একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন। ভিনিসিয়ুস বলেছেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)।
ভিডিওতে প্রমাণসহ আছে। এখন আমার প্রশ্ন, কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’ আর গতকাল ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা বানানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের এক হাইওয়েতে ব্রাজিলের এই তারকার ঝুলন্ত মূর্তি দেখা গিয়েছিল।
বর্ণবাদের শিকার হওয়ার পর লাল কার্ড-ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোববারের ম্যাচটা ছিল ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ভুলে যাওয়ার মতোই। এবার ভিনিসিয়ুস হয়েছেন শাস্তিমুক্ত। একই সঙ্গে ভ্যালেন্সিয়াকে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। এক বিবৃতিতে আরএফইএফ বলেছে, ‘১-০ ব্যবধানে হারা ম্যাচে ৯৭ মিনিটে লাল কার্ড দেখা ভিনিসিয়ুসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রায়ো ভায়োকানোর বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি থাকছেন। আংশিক ঘটনা দেখে রেফারি সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ঘটনা দেখে সিদ্ধান্ত নেওয়া ছিল অসম্ভব।’ একই সঙ্গে ভ্যালেন্সিয়াকেও দেওয়া হয়েছে কঠিন শাস্তি। ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামের মারিও কেম্পেস স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্ট্যান্ড থেকেই ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদ মন্তব্য করা হয়েছিল। ক্লাবকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৫২ লাখ ৫৪ হাজার টাকা।
রোববার লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে বর্ণবাদের শিকার হয়ে মেজাজ হারিয়ে ফেলেন ভিনিসিয়ুস। মেজাজ হারিয়ে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে যান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। এরপর টুইটারে পাল্টাপাল্টি জবাব চলে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে গত পরশু একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন। ভিনিসিয়ুস বলেছেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)।
ভিডিওতে প্রমাণসহ আছে। এখন আমার প্রশ্ন, কয়জন বর্ণবাদীর নাম এবং ছবি ওয়েবসাইটে এসেছে। এর সহজ উত্তর শূন্য। এমন দুঃখজনক গল্পের কথা কাউকেই বলতে শুনিনি। অথবা সেই ভুয়া লোকদেরও ক্ষমা চাইতে হয়নি।’ আর গতকাল ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা বানানোর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের এক হাইওয়েতে ব্রাজিলের এই তারকার ঝুলন্ত মূর্তি দেখা গিয়েছিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে