বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। ছিটকে গেছেন জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেজ। বিশ্বকাপের মাঝপথে এসে চোটে পড়েছেন আনহেল দি মারিয়া। গতকাল তাঁর জায়গায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন পাপু গোমেজ।
এবার পাপুও দিয়েছেন দুঃসংবাদ। ক্যাঙারুদের বিপক্ষে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন সেভিয়া মিডফিল্ডার। বাঁ প্রান্তের আক্রমণভাগে নিকো, দি মারিয়ার পর এবার গোমেজ চোটে। তবে চোটের তীব্রতা সম্পর্কে এখনো কিছু জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
ম্যাচের ৫০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন গোমেজ। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। ম্যাচ শেষ হওয়ার পর এই গোমেজ বলেছেন, ‘সে (চোট) যেন আমাকে মেরেই ফেলতে চেয়েছিল, কারণ আমার গোড়ালি খারাপভাবে মুচড়ে গিয়েছিল। আমি আর বেশিক্ষণ চলতে পারছিলাম না। আমি উঠে যেতে পছন্দ করেছিলাম, আমার চেয়ে ভালো অন্য কেউ মাঠে আসবে।’
আগামী শুক্রবার শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। গোমেজ আশ্বস্ত করেছেন—দ্রুতই তিনি সেরে উঠবেন। এই মিডফিল্ডার বললেন, ‘এটা (গোড়ালি) মচকে গেছে, সেরে উঠতে কিছুদিন লাগবে, কোয়ার্টারেরও কয়েক দিন বাকি আছে, সবকিছু ঠিক হয়ে যাবে।’
গতকাল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দি মারিয়ার পর গোমেজের চোট বাড়তি চিন্তায় ফেলতে পারে আর্জেন্টিনাকে।
তবে শেষ আটে দি মারিয়া খেলাবেন কি না, তাও স্পষ্ট হওয়া গেল না। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আনহেল খেলার জন্য ছিল না। তাকে পুরো সময় বেঞ্চে রাখা হয়েছে আকর্ষণের জন্য। আশা করি যত দিন যাবে সে উন্নতি করবে এবং খেলায় ফিরতে পারবে।’
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। ছিটকে গেছেন জিওভানি লো সেলসো ও নিকো গঞ্জালেজ। বিশ্বকাপের মাঝপথে এসে চোটে পড়েছেন আনহেল দি মারিয়া। গতকাল তাঁর জায়গায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন পাপু গোমেজ।
এবার পাপুও দিয়েছেন দুঃসংবাদ। ক্যাঙারুদের বিপক্ষে গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়েন সেভিয়া মিডফিল্ডার। বাঁ প্রান্তের আক্রমণভাগে নিকো, দি মারিয়ার পর এবার গোমেজ চোটে। তবে চোটের তীব্রতা সম্পর্কে এখনো কিছু জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
ম্যাচের ৫০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন গোমেজ। তাঁর বদলি হিসেবে মাঠে নামেন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। ম্যাচ শেষ হওয়ার পর এই গোমেজ বলেছেন, ‘সে (চোট) যেন আমাকে মেরেই ফেলতে চেয়েছিল, কারণ আমার গোড়ালি খারাপভাবে মুচড়ে গিয়েছিল। আমি আর বেশিক্ষণ চলতে পারছিলাম না। আমি উঠে যেতে পছন্দ করেছিলাম, আমার চেয়ে ভালো অন্য কেউ মাঠে আসবে।’
আগামী শুক্রবার শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। গোমেজ আশ্বস্ত করেছেন—দ্রুতই তিনি সেরে উঠবেন। এই মিডফিল্ডার বললেন, ‘এটা (গোড়ালি) মচকে গেছে, সেরে উঠতে কিছুদিন লাগবে, কোয়ার্টারেরও কয়েক দিন বাকি আছে, সবকিছু ঠিক হয়ে যাবে।’
গতকাল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দি মারিয়ার পর গোমেজের চোট বাড়তি চিন্তায় ফেলতে পারে আর্জেন্টিনাকে।
তবে শেষ আটে দি মারিয়া খেলাবেন কি না, তাও স্পষ্ট হওয়া গেল না। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আনহেল খেলার জন্য ছিল না। তাকে পুরো সময় বেঞ্চে রাখা হয়েছে আকর্ষণের জন্য। আশা করি যত দিন যাবে সে উন্নতি করবে এবং খেলায় ফিরতে পারবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫