বছরটা মোটেও ভালো কাটছে না নেইমার জুনিয়রের। মৌসুমের শেষ দিকে তো তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকরা। তাতে হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সরাসরি বলে দিয়েছেন, দুয়ো শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে তাঁর। জাতীয় দলে অবশ্য ছবিটা ভিন্ন। নেইমারকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
এই সমর্থনই পিএসজি স্ট্রাইকারের অনুপ্রেরণার বড় উৎস। নেইমার এখন স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয়ের। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে ফেবারিটের তালিকায়ও তাঁর ব্রাজিল আছে ওপরের দিকে। সেলেকাওরাও আছে দুরন্ত ফর্মে। সবশেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
কাতার ফুটবলের মহা উৎসব হতে যাচ্ছে নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার নিজের এবং সেলেকাওদের স্বপ্ন পূরণ করতে চান পিএসজি সুপারস্টার। শুক্রবার ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় ডিয়েগো রিবাসের সঙ্গে ভার্চুয়াল আলাপকালে এমনটাই বলেছেন নেইমার, ‘বিশ্বকাপ শিরোপা জিতে আমি ২০২২ সাল শেষ করতে চাই।’
নেইমার অবশ্য এই মৌসুম শেষ করতে চেয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। কিন্তু নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের হাত ধরে বিদায় নিতে হয় তাঁর দল পিএসজিকে। সেই হতাশা চেপে রাখেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ক্লাব মৌসুমের হতাশা নেইমারকে ভুলিয়ে দিতে পারে জাতীয় দলের সাফল্য। এই সাফল্যের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন পিএসজি তারকা। নেইমার বলেছেন, ‘আমি এখন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বিশ্বকাপের জন্য। আমি এটার (শিরোপা) জন্য জীবন দিয়ে দেব। আমি আরও দুবার বিশ্বকাপ খেলেছি এবং এখন বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমি এটা থেকে দূরে থাকতে পারি না।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বছরটা মোটেও ভালো কাটছে না নেইমার জুনিয়রের। মৌসুমের শেষ দিকে তো তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকরা। তাতে হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সরাসরি বলে দিয়েছেন, দুয়ো শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে তাঁর। জাতীয় দলে অবশ্য ছবিটা ভিন্ন। নেইমারকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
এই সমর্থনই পিএসজি স্ট্রাইকারের অনুপ্রেরণার বড় উৎস। নেইমার এখন স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয়ের। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে ফেবারিটের তালিকায়ও তাঁর ব্রাজিল আছে ওপরের দিকে। সেলেকাওরাও আছে দুরন্ত ফর্মে। সবশেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
কাতার ফুটবলের মহা উৎসব হতে যাচ্ছে নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার নিজের এবং সেলেকাওদের স্বপ্ন পূরণ করতে চান পিএসজি সুপারস্টার। শুক্রবার ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় ডিয়েগো রিবাসের সঙ্গে ভার্চুয়াল আলাপকালে এমনটাই বলেছেন নেইমার, ‘বিশ্বকাপ শিরোপা জিতে আমি ২০২২ সাল শেষ করতে চাই।’
নেইমার অবশ্য এই মৌসুম শেষ করতে চেয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। কিন্তু নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের হাত ধরে বিদায় নিতে হয় তাঁর দল পিএসজিকে। সেই হতাশা চেপে রাখেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ক্লাব মৌসুমের হতাশা নেইমারকে ভুলিয়ে দিতে পারে জাতীয় দলের সাফল্য। এই সাফল্যের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন পিএসজি তারকা। নেইমার বলেছেন, ‘আমি এখন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বিশ্বকাপের জন্য। আমি এটার (শিরোপা) জন্য জীবন দিয়ে দেব। আমি আরও দুবার বিশ্বকাপ খেলেছি এবং এখন বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমি এটা থেকে দূরে থাকতে পারি না।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫