কাতার বিশ্বকাপ জয়ের তিন মাস পর খেলেছে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। লিওনেল মেসি দ্রুতই আর্জেন্টিনার ক্যাবিনেটে আরও একটি শিরোপার আশা করছেন।
মনুমেন্তাল স্টেডিয়ামে আজ পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। শেষ ১৩ মিনিটে দুই গোল করে আর্জেন্টিনা। ৭৮ মিনিটে থিয়াগো আলমাদা এবং ৮৯ মিনিটে গোল করেন মেসি। ম্যাচ শেষে বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপাজয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এই ট্রফি জিততে অনেক সময় লেগেছে। পরেরটা কবে জিতব জানি না। অনেক বছর লাগবে না আশা করি।’
ক্লাব ফুটবলের অগুনতি শিরোপা থাকলেও আর্জেন্টিনার জার্সিতে মেসির শিরোপার অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ২০২১ থেকে মেসির এই অপূর্ণতাও ঘুচতে শুরু করে। আর্জেন্টিনার হয়ে একের পর এক শিরোপা জয় করতে থাকেন তিনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ—গত দেড় বছরে তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনায় দর্শকদের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এই মুহূর্তটার স্বপ্ন আমি সব সময় দেখেছি। আর্জেন্টিনায় ফিরে দর্শকদের সঙ্গে উদ্যাপন করা, কোপা আমেরিকা, ফিনালিসিমা আর সবচেয়ে বড় অর্জন এই বিশ্বকাপ সবার সামনে তুলে ধরা।’
কাতার বিশ্বকাপ জয়ের তিন মাস পর খেলেছে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। লিওনেল মেসি দ্রুতই আর্জেন্টিনার ক্যাবিনেটে আরও একটি শিরোপার আশা করছেন।
মনুমেন্তাল স্টেডিয়ামে আজ পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। শেষ ১৩ মিনিটে দুই গোল করে আর্জেন্টিনা। ৭৮ মিনিটে থিয়াগো আলমাদা এবং ৮৯ মিনিটে গোল করেন মেসি। ম্যাচ শেষে বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপাজয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এই ট্রফি জিততে অনেক সময় লেগেছে। পরেরটা কবে জিতব জানি না। অনেক বছর লাগবে না আশা করি।’
ক্লাব ফুটবলের অগুনতি শিরোপা থাকলেও আর্জেন্টিনার জার্সিতে মেসির শিরোপার অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ২০২১ থেকে মেসির এই অপূর্ণতাও ঘুচতে শুরু করে। আর্জেন্টিনার হয়ে একের পর এক শিরোপা জয় করতে থাকেন তিনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ—গত দেড় বছরে তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনায় দর্শকদের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এই মুহূর্তটার স্বপ্ন আমি সব সময় দেখেছি। আর্জেন্টিনায় ফিরে দর্শকদের সঙ্গে উদ্যাপন করা, কোপা আমেরিকা, ফিনালিসিমা আর সবচেয়ে বড় অর্জন এই বিশ্বকাপ সবার সামনে তুলে ধরা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫