নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন বছরের বেশি সময় বাংলাদেশের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। যদিও সাফল্যের পাল্লা খুব বেশি ভারী নয়। ৩১ ম্যাচে ডাগআউটে থেকে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছেন। তাঁর কৌশল বরাবরই সমালোচনার জন্ম দেয় সমর্থকদের মধ্যে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আস্থা হারাননি তিনি।
কাবরেরা এর মধ্যেই দলে পেয়েছেন হামজা চৌধুরীকে। যোগ হয়েছেন শমিত শোম ও ফাহামিদুল ইসলামও। তাই কাল সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে আছে। তবে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন না হলে দিন শেষে হতাশই হতে হবে। জয়ের ব্যাপারে কাবরেরাও আশাবাদী। তবে হেরে গেলে তোপের মুখে পড়তে পারেন তিনি। কিন্তু চাকরি হারানোর ভয় কাজ করছে না তাঁর মধ্যে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি যদি ভুল না করে থাকি, আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি আছে আমার।’
প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মতামতই থাকে। সব ঠিক থাকলে কালকের ম্যাচে একাদশে থাকছেন হামজা ও শমিত। সব মিলিয়ে ৬ প্রবাসী ফুটবলারকে নামানোর সুযোগ আছে কাবরেরার হাতে, ‘আমি মনে করি, মানসম্পন্ন খেলোয়াড় যোগ হওয়াটা দারুণ ব্যাপার। তবে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় খেলোয়াড় আছে, যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে। এখান থেকে প্রচুর প্রতিভা উঠে আসছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট ও সতর্ক স্কাউটিং প্রক্রিয়ার মাধ্যমে সেই সব খেলোয়াড়দের দলে আনা উচিত, যারা সত্যিকার অর্থে দলে প্রভাব ফেলতে পারে। আমি তাই মনে করি, এই বিষয় নিয়ে শুধু ইতিবাচকভাবেই চিন্তা করা যায়।’
৩১ ম্যাচের একটিতেও পেনাল্টির দেখা পাননি কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচে পেনাল্টি পাওয়ার আশা করছেন তিনি। যদিও স্পটকিক কে নেবেন, সেটা এখনো ঠিক করেননি, ‘আমাদের অনেকেই আছে যারা ভালো পেনাল্টি নিতে পারে। প্রধান কোচ থাকাকালীন আমি কখনোই পেনাল্টি পাইনি। আশা করি কালই প্রথম পেনাল্টির দেখা পাব।’
তিন বছরের বেশি সময় বাংলাদেশের কোচের দায়িত্বে আছেন হাভিয়ের কাবরেরা। যদিও সাফল্যের পাল্লা খুব বেশি ভারী নয়। ৩১ ম্যাচে ডাগআউটে থেকে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছেন। তাঁর কৌশল বরাবরই সমালোচনার জন্ম দেয় সমর্থকদের মধ্যে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আস্থা হারাননি তিনি।
কাবরেরা এর মধ্যেই দলে পেয়েছেন হামজা চৌধুরীকে। যোগ হয়েছেন শমিত শোম ও ফাহামিদুল ইসলামও। তাই কাল সিঙ্গাপুর ম্যাচ নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে আছে। তবে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন না হলে দিন শেষে হতাশই হতে হবে। জয়ের ব্যাপারে কাবরেরাও আশাবাদী। তবে হেরে গেলে তোপের মুখে পড়তে পারেন তিনি। কিন্তু চাকরি হারানোর ভয় কাজ করছে না তাঁর মধ্যে। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি যদি ভুল না করে থাকি, আগামী বছরের এপ্রিল পর্যন্ত চুক্তি আছে আমার।’
প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মতামতই থাকে। সব ঠিক থাকলে কালকের ম্যাচে একাদশে থাকছেন হামজা ও শমিত। সব মিলিয়ে ৬ প্রবাসী ফুটবলারকে নামানোর সুযোগ আছে কাবরেরার হাতে, ‘আমি মনে করি, মানসম্পন্ন খেলোয়াড় যোগ হওয়াটা দারুণ ব্যাপার। তবে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় খেলোয়াড় আছে, যারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে। এখান থেকে প্রচুর প্রতিভা উঠে আসছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট ও সতর্ক স্কাউটিং প্রক্রিয়ার মাধ্যমে সেই সব খেলোয়াড়দের দলে আনা উচিত, যারা সত্যিকার অর্থে দলে প্রভাব ফেলতে পারে। আমি তাই মনে করি, এই বিষয় নিয়ে শুধু ইতিবাচকভাবেই চিন্তা করা যায়।’
৩১ ম্যাচের একটিতেও পেনাল্টির দেখা পাননি কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচে পেনাল্টি পাওয়ার আশা করছেন তিনি। যদিও স্পটকিক কে নেবেন, সেটা এখনো ঠিক করেননি, ‘আমাদের অনেকেই আছে যারা ভালো পেনাল্টি নিতে পারে। প্রধান কোচ থাকাকালীন আমি কখনোই পেনাল্টি পাইনি। আশা করি কালই প্রথম পেনাল্টির দেখা পাব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে