উড়তে থাকা ম্যানচেস্টার সিটি হুট করে ভূপাতিত হয়েছে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পরশু রাতে টটেনহামের কাছে ৩-২ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ থাকলেও এখন সিটিজেনদের তাড়া করতে শুরু করেছে লিভারপুল।
টটেনহাম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি ফিল ফোডেন। দল দুটি গোল পেলেও কোনো অবদান নেই তাঁর। সে দুঃখ ভুলতেই হয়তো গত রাতে মা ও প্রেমিকাকে নিয়ে বক্সিং প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন ফোডেন।
দুঃখ ভোলা তো দূরে থাক, বক্সিং দেখতে গিয়ে উল্টো ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন ফোডেন। ম্যানসিটির ২১ বছর বয়সী তারকার মা ক্লেয়ারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
ভিডিওতে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত ফোডেন ও ক্লেয়ারকে ঘিরে ফেলেছে। ফোডেন তাঁর মাকে ছাড়িয়ে নিতে চাইলে কথা কাটাকাটি হয়। এ সময় এক দুর্বৃত্ত ফোডেনের মায়ের মুখমণ্ডলে ঘুষি মারে।
ঘটনার সূত্রপাত করেছিল দুর্বৃত্তরাই। বক্সিং দেখে ফেরার সময় কেউ একজন ফোডেন ও তাঁর প্রেমিকা রেবেকাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে। কথা কানে আসতেই রেবেকা প্রতিবাদ শুরু করেন। চিৎকার করে রেবেকা বলতে থাকেন, ‘কে এই কথা বলল? সাহস থাকে তো আরেকবার বল।’ তখন দুর্বৃত্তদের একজন বলে, ‘কেউ কিছু বলেনি।’
এরপরেই লেগে যায় দুপক্ষের। ছেলের প্রেমিকার হয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেন ক্লেয়ারও। তখনই হামলার শিকার হন তিনি।
অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে ম্যানচেস্টার পুলিশ। জানিয়েছে, ‘এও অ্যারেনায় এক নারীকে গত রাতে লাঞ্ছিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও পাওয়া গেছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এ ব্যাপারে অবগত। কেউ এভাবে শৃঙ্খলা বিনষ্ট করতে পারে না। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করব।’
উড়তে থাকা ম্যানচেস্টার সিটি হুট করে ভূপাতিত হয়েছে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পরশু রাতে টটেনহামের কাছে ৩-২ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ থাকলেও এখন সিটিজেনদের তাড়া করতে শুরু করেছে লিভারপুল।
টটেনহাম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি ফিল ফোডেন। দল দুটি গোল পেলেও কোনো অবদান নেই তাঁর। সে দুঃখ ভুলতেই হয়তো গত রাতে মা ও প্রেমিকাকে নিয়ে বক্সিং প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন ফোডেন।
দুঃখ ভোলা তো দূরে থাক, বক্সিং দেখতে গিয়ে উল্টো ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন ফোডেন। ম্যানসিটির ২১ বছর বয়সী তারকার মা ক্লেয়ারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
ভিডিওতে দেখা গেছে, কয়েকজন দুর্বৃত্ত ফোডেন ও ক্লেয়ারকে ঘিরে ফেলেছে। ফোডেন তাঁর মাকে ছাড়িয়ে নিতে চাইলে কথা কাটাকাটি হয়। এ সময় এক দুর্বৃত্ত ফোডেনের মায়ের মুখমণ্ডলে ঘুষি মারে।
ঘটনার সূত্রপাত করেছিল দুর্বৃত্তরাই। বক্সিং দেখে ফেরার সময় কেউ একজন ফোডেন ও তাঁর প্রেমিকা রেবেকাকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করে। কথা কানে আসতেই রেবেকা প্রতিবাদ শুরু করেন। চিৎকার করে রেবেকা বলতে থাকেন, ‘কে এই কথা বলল? সাহস থাকে তো আরেকবার বল।’ তখন দুর্বৃত্তদের একজন বলে, ‘কেউ কিছু বলেনি।’
এরপরেই লেগে যায় দুপক্ষের। ছেলের প্রেমিকার হয়ে প্রতিবাদ করতে এগিয়ে আসেন ক্লেয়ারও। তখনই হামলার শিকার হন তিনি।
অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে ম্যানচেস্টার পুলিশ। জানিয়েছে, ‘এও অ্যারেনায় এক নারীকে গত রাতে লাঞ্ছিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও পাওয়া গেছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এ ব্যাপারে অবগত। কেউ এভাবে শৃঙ্খলা বিনষ্ট করতে পারে না। আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫