কাতার বিশ্বকাপের সময়ই পর্তুগালের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছিল ফার্নান্দো সান্তোস। সেই সান্তোস এবার খুঁজে পেলেন নতুন ঠিকানা। পোল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পেলেন সান্তোস।
গতকাল পোলিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে সান্তোসের নিয়োগের তথ্য নিশ্চিত করেছে। জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে খেলার যোগ্যতা অর্জনের জন্য সান্তোসকে নিয়োগ দেওয়া হয়েছে। পোলিশ ফুটবল ফেডারেশনের প্রধান সেজারি কুলেসজা বলেন, ‘আমরা সেরা কোচ বেছে নিয়েছি।’
পোল্যান্ডের কোচ হওয়া সম্মানের মনে করছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেন, ‘এখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারা অনেক সম্মানের।’
২০১৪ থেকে ২০২২ পর্যন্ত পর্তুগালের কোচ ছিলেন সান্তোস। আট বছরে তাঁর অধীনে পর্তুগিজরা ১০৯ ম্যাচ খেলে জিতেছিল ৬৮ ম্যাচ, ড্র ২১ ম্যাচ এবং ২০ ম্যাচ হেরেছিল। তাঁর অধীনে ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ মৌসুমের উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছিল পর্তুগাল। ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিদায়ঘণ্টা বেজে যায়। এর আগে ২০১০ থেকে ২০১৪—এই চার বছর গ্রিসের কোচ ছিলেন সান্তোস।
কাতার বিশ্বকাপের সময়ই পর্তুগালের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছিল ফার্নান্দো সান্তোস। সেই সান্তোস এবার খুঁজে পেলেন নতুন ঠিকানা। পোল্যান্ডের কোচ হিসেবে নিয়োগ পেলেন সান্তোস।
গতকাল পোলিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে সান্তোসের নিয়োগের তথ্য নিশ্চিত করেছে। জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে খেলার যোগ্যতা অর্জনের জন্য সান্তোসকে নিয়োগ দেওয়া হয়েছে। পোলিশ ফুটবল ফেডারেশনের প্রধান সেজারি কুলেসজা বলেন, ‘আমরা সেরা কোচ বেছে নিয়েছি।’
পোল্যান্ডের কোচ হওয়া সম্মানের মনে করছেন সান্তোস। ৬৮ বছর বয়সী এই কোচ বলেন, ‘এখানে প্রশিক্ষক হিসেবে কাজ করতে পারা অনেক সম্মানের।’
২০১৪ থেকে ২০২২ পর্যন্ত পর্তুগালের কোচ ছিলেন সান্তোস। আট বছরে তাঁর অধীনে পর্তুগিজরা ১০৯ ম্যাচ খেলে জিতেছিল ৬৮ ম্যাচ, ড্র ২১ ম্যাচ এবং ২০ ম্যাচ হেরেছিল। তাঁর অধীনে ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ মৌসুমের উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছিল পর্তুগাল। ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিদায়ঘণ্টা বেজে যায়। এর আগে ২০১০ থেকে ২০১৪—এই চার বছর গ্রিসের কোচ ছিলেন সান্তোস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫