লম্বা সময় বার্সেলোনায় খেলা ফুটবলারদের ক্লাব ছেড়ে দেওয়া গত কয়েক বছরে চেনা পরিচিত দৃশ্য। ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে বার্সার অভিজ্ঞ খেলোয়াড়দের ভান্ডার। লিওনেল মেসি, জেরার্ড পিকের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সার্জিও বুসকেতস। মৌসুম শেষে কাতালানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার।
বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বুসকেতসের ক্লাব ছাড়ার কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওতে আবেগঘন এক বার্তায় বার্সার এই মিডফিল্ডার বলেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য এবং ভক্ত সবাইকে ধন্যবাদ।’
২০০৭ থেকে বার্সেলোনার সঙ্গে আছেন বুসকেতস। বার্সার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৭১৯ ম্যাচ। ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন এবং ৪৫ গোলে অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুম শেষে বার্সার হয়ে ১৬ বছরের যাত্রা শেষ হয়ে যাচ্ছে। বুসকেতসের আগে গত বছরের নভেম্বরে বার্সার হয়ে দীর্ঘদিনের পথচলা শেষ হয় পিকের। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত কাতালানদের জার্সিতে খেলেছেন তিনি। আর ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন মেসি। ২০০৩ থেকে ২০২১ পর্যন্ত বার্সায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।
বুসকেতস এরপর কোন ক্লাবে যাবেন, তা এখনো তিনি জানাননি। তবে ইএসপিএন এ বছরের জানুয়ারিতে জানিয়েছিল যে সৌদি আরবের এক ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি নিজেও মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার আগ্রহ আগে প্রকাশ করেছিলেন। এমএলএসে ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা বেশি।
লম্বা সময় বার্সেলোনায় খেলা ফুটবলারদের ক্লাব ছেড়ে দেওয়া গত কয়েক বছরে চেনা পরিচিত দৃশ্য। ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে বার্সার অভিজ্ঞ খেলোয়াড়দের ভান্ডার। লিওনেল মেসি, জেরার্ড পিকের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সার্জিও বুসকেতস। মৌসুম শেষে কাতালানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার।
বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বুসকেতসের ক্লাব ছাড়ার কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওতে আবেগঘন এক বার্তায় বার্সার এই মিডফিল্ডার বলেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য এবং ভক্ত সবাইকে ধন্যবাদ।’
২০০৭ থেকে বার্সেলোনার সঙ্গে আছেন বুসকেতস। বার্সার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৭১৯ ম্যাচ। ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন এবং ৪৫ গোলে অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুম শেষে বার্সার হয়ে ১৬ বছরের যাত্রা শেষ হয়ে যাচ্ছে। বুসকেতসের আগে গত বছরের নভেম্বরে বার্সার হয়ে দীর্ঘদিনের পথচলা শেষ হয় পিকের। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত কাতালানদের জার্সিতে খেলেছেন তিনি। আর ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন মেসি। ২০০৩ থেকে ২০২১ পর্যন্ত বার্সায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।
বুসকেতস এরপর কোন ক্লাবে যাবেন, তা এখনো তিনি জানাননি। তবে ইএসপিএন এ বছরের জানুয়ারিতে জানিয়েছিল যে সৌদি আরবের এক ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি নিজেও মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার আগ্রহ আগে প্রকাশ করেছিলেন। এমএলএসে ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫