মোটা অঙ্কের চুক্তিতে গত বছরের শেষে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবে প্রথম মৌসুমটা রোনালদোর কাছে হতাশার। আল নাসরের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি পর্তুগিজ এই তারকা ফুটবলারের।
গতকালের ম্যাচের আগে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আল নাসর। সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে আল নাসরের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে আল ইত্তিহাদের পয়েন্টও হারাতে হতো। এই সমীকরণ নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল ইত্তিফাকের বিপক্ষে খেলতে নামে আল নাসর। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে তারা। ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোরা। ৪৩ মিনিটে ইউসুফো নিয়াকিতির গোলে এগিয়ে যায় ইত্তিফাক। আর সমতায় ফেরানো গোল করেন আল নাসরের লুইজ গুস্তাভো। অন্যদিকে কিং সালমান স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফেইহাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। তাতে নিশ্চিত হয়ে যায় ইত্তিহাদের ২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগ।
রোনালদো যখন আসেন, তখন আল নাসরের সামনে সুযোগ ছিল ট্রেবল জেতার। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ—এই তিন শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু রোনালাদো জিততে পারেননি কিছুই। গতকাল সৌদি প্রো লিগ তো হাতছাড়া হয়েছেই। তার আগে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসর। আর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনালদোরা।
এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ১৯ ম্যাচ খেলেন রোনালদো। ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। হ্যাটট্রিক করেছেন দুটি।
মোটা অঙ্কের চুক্তিতে গত বছরের শেষে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবে প্রথম মৌসুমটা রোনালদোর কাছে হতাশার। আল নাসরের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি পর্তুগিজ এই তারকা ফুটবলারের।
গতকালের ম্যাচের আগে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আল নাসর। সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে আল নাসরের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে আল ইত্তিহাদের পয়েন্টও হারাতে হতো। এই সমীকরণ নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল ইত্তিফাকের বিপক্ষে খেলতে নামে আল নাসর। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে তারা। ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোরা। ৪৩ মিনিটে ইউসুফো নিয়াকিতির গোলে এগিয়ে যায় ইত্তিফাক। আর সমতায় ফেরানো গোল করেন আল নাসরের লুইজ গুস্তাভো। অন্যদিকে কিং সালমান স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফেইহাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। তাতে নিশ্চিত হয়ে যায় ইত্তিহাদের ২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগ।
রোনালদো যখন আসেন, তখন আল নাসরের সামনে সুযোগ ছিল ট্রেবল জেতার। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ—এই তিন শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু রোনালাদো জিততে পারেননি কিছুই। গতকাল সৌদি প্রো লিগ তো হাতছাড়া হয়েছেই। তার আগে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসর। আর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনালদোরা।
এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ১৯ ম্যাচ খেলেন রোনালদো। ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। হ্যাটট্রিক করেছেন দুটি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে