ক্রীড়া ডেস্ক
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক, কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-মন্ট্রিয়ল ম্যাচ। এই ম্যাচে মন্ট্রিয়লকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে মেসি ৪০ ও ৬২ মিনিটে করেছেন জোড়া গোল। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি নিয়ে চলছে আলোচনা।
হালকা গতি কমিয়ে মন্ট্রিয়লের দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে তাঁকে আটকাতে আশপাশে পাঁচ ফুটবলার ছিলেন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে ঢুকে পড়েন মন্ট্রিয়লের রক্ষণদুর্গে। তারপর মন্ট্রিয়ল গোলরক্ষক জোনাথন সিরোইসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
The greatest of all time 🐐 pic.twitter.com/gr4vRt7QHX
— Inter Miami CF (@InterMiamiCF) July 6, 2025
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির মতো খেলোয়াড় থাকলে দল অনেকটা এগিয়ে থাকে বলে মনে করেন মাশচেরানো। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। ফিট থাকলে সে তো খেলবেই। স্পষ্ট করে বললে সে যখন খেলে তখন আমাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ২৯ জুন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এক সপ্তাহ পর আজ মায়ামি প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে উড়ন্ত জয় পেয়েছে। মেসির জোড়া গোলের পাশাপাশি তাঁর দুই সতীর্থ তাদিও আলেন্দে ও তেলেসকো সেগোভিয়া একটি করে গোল করেছেন। মন্ট্রিয়লের একমাত্র গোল ২ মিনিটে করেছেন প্রিন্স ওউসু। এই গোল হজমের পর মায়ামি যেভাবে ৪-১ গোলে জিতেছে, তাতে মাশচেরানো উচ্ছ্বসিত। মায়ামি কোচ বলেন, ‘সাধারণত আমরা ভালো খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর লিগে খেলা সহজ নয়। তবে খেলোয়াড়েরা পরিস্থিতি দারুণভাবে সামলেছে। রাতটা দারুণ ছিল। আমরা তিন পয়েন্ট পেয়েছি। এটা এমএলএসে আমাদের ভালো করতে অনুপ্রাণিত করছে।’
১৭ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৩২। দলটি এখন ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪১ ও ৪০। পয়েন্ট তালিকার প্রথম তিনের প্রত্যেকেই ২১টি করে ম্যাচ খেলেছে।
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক, কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-মন্ট্রিয়ল ম্যাচ। এই ম্যাচে মন্ট্রিয়লকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে মেসি ৪০ ও ৬২ মিনিটে করেছেন জোড়া গোল। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি নিয়ে চলছে আলোচনা।
হালকা গতি কমিয়ে মন্ট্রিয়লের দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে তাঁকে আটকাতে আশপাশে পাঁচ ফুটবলার ছিলেন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে ঢুকে পড়েন মন্ট্রিয়লের রক্ষণদুর্গে। তারপর মন্ট্রিয়ল গোলরক্ষক জোনাথন সিরোইসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
The greatest of all time 🐐 pic.twitter.com/gr4vRt7QHX
— Inter Miami CF (@InterMiamiCF) July 6, 2025
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির মতো খেলোয়াড় থাকলে দল অনেকটা এগিয়ে থাকে বলে মনে করেন মাশচেরানো। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। ফিট থাকলে সে তো খেলবেই। স্পষ্ট করে বললে সে যখন খেলে তখন আমাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ২৯ জুন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এক সপ্তাহ পর আজ মায়ামি প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে উড়ন্ত জয় পেয়েছে। মেসির জোড়া গোলের পাশাপাশি তাঁর দুই সতীর্থ তাদিও আলেন্দে ও তেলেসকো সেগোভিয়া একটি করে গোল করেছেন। মন্ট্রিয়লের একমাত্র গোল ২ মিনিটে করেছেন প্রিন্স ওউসু। এই গোল হজমের পর মায়ামি যেভাবে ৪-১ গোলে জিতেছে, তাতে মাশচেরানো উচ্ছ্বসিত। মায়ামি কোচ বলেন, ‘সাধারণত আমরা ভালো খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর লিগে খেলা সহজ নয়। তবে খেলোয়াড়েরা পরিস্থিতি দারুণভাবে সামলেছে। রাতটা দারুণ ছিল। আমরা তিন পয়েন্ট পেয়েছি। এটা এমএলএসে আমাদের ভালো করতে অনুপ্রাণিত করছে।’
১৭ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৩২। দলটি এখন ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪১ ও ৪০। পয়েন্ট তালিকার প্রথম তিনের প্রত্যেকেই ২১টি করে ম্যাচ খেলেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে