ক্রীড়া ডেস্ক
জিততেই যেন ভুলে গিয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচ হার তো রয়েছেই। এমনকি তারা গোলও হজম করত দেদারসে। অবশেষে লিওনেল মেসির দলকে দেখা পেল ভিন্ন রূপে। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর দাপুটে জয় পেল মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪ মে মেজর লিগ সকারে (এমএলএসে) ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। পরের চার ম্যাচে জিততেই পারেনি মেসি-লুইস সুয়ারেজদের দল। দুটিতে হেরেছে ও ড্র করেছে দুই ম্যাচে। এই চার ম্যাচে মায়ামি দিয়েছিল ৭ গোল। বিপরীতে ১৩ গোল হজম করেছিল। অবশেষে গত রাতে ডেডলক ভাঙলেন মেসি-সুয়ারেজরা। চেজ স্টেডিয়ামে এমএলএসে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি।
মন্ট্রিয়লের বিপক্ষে ২৭ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। আর্জেন্টিনার ফরোয়ার্ডের বক্সের বাইরে থেকে নেওয়া শট মন্ট্রিয়ল গোলরক্ষক ঝাঁপিয়েও থামাতে পারেননি। মায়ামির প্রথম গোল করতে মেসিকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসির দুর্দান্ত গোলে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গোল বন্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৬৮ মিনিটে গোল হয়েছে মেসি-সুয়ারেজ জুটির জাদুতে। মেসির পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। ৭১ মিনিটে মায়ামি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটি করেন সুয়ারেজ। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে ব্যবধান কমায় মন্ট্রিয়ল। গোলটি করেন তাদের মিডফিল্ডার দান্তে সিলি।
সুয়ারেজের মতো মেসিও করেন দুই গোল। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মন্ট্রিয়ল মিডফিল্ডার ভিক্টর লোতুরি গোল করলেও সেটা ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
৪-২ গোলের জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩। আর মন্ট্রিয়ল ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে। ফিলাডেলফিয়া, মন্ট্রিয়ল দুই দলই ১৬টি করে ম্যাচ খেলেছে।
জিততেই যেন ভুলে গিয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচ হার তো রয়েছেই। এমনকি তারা গোলও হজম করত দেদারসে। অবশেষে লিওনেল মেসির দলকে দেখা পেল ভিন্ন রূপে। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর দাপুটে জয় পেল মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪ মে মেজর লিগ সকারে (এমএলএসে) ৪-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি। পরের চার ম্যাচে জিততেই পারেনি মেসি-লুইস সুয়ারেজদের দল। দুটিতে হেরেছে ও ড্র করেছে দুই ম্যাচে। এই চার ম্যাচে মায়ামি দিয়েছিল ৭ গোল। বিপরীতে ১৩ গোল হজম করেছিল। অবশেষে গত রাতে ডেডলক ভাঙলেন মেসি-সুয়ারেজরা। চেজ স্টেডিয়ামে এমএলএসে মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়ামি।
মন্ট্রিয়লের বিপক্ষে ২৭ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। আর্জেন্টিনার ফরোয়ার্ডের বক্সের বাইরে থেকে নেওয়া শট মন্ট্রিয়ল গোলরক্ষক ঝাঁপিয়েও থামাতে পারেননি। মায়ামির প্রথম গোল করতে মেসিকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস। মেসির দুর্দান্ত গোলে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গোল বন্যা শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৬৮ মিনিটে গোল হয়েছে মেসি-সুয়ারেজ জুটির জাদুতে। মেসির পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। ৭১ মিনিটে মায়ামি ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটি করেন সুয়ারেজ। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে ব্যবধান কমায় মন্ট্রিয়ল। গোলটি করেন তাদের মিডফিল্ডার দান্তে সিলি।
সুয়ারেজের মতো মেসিও করেন দুই গোল। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মন্ট্রিয়ল মিডফিল্ডার ভিক্টর লোতুরি গোল করলেও সেটা ব্যবধান কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
৪-২ গোলের জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩। আর মন্ট্রিয়ল ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে। ফিলাডেলফিয়া, মন্ট্রিয়ল দুই দলই ১৬টি করে ম্যাচ খেলেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে