নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
ফাহামিদুল বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল সমর্থকরা। গতকাল বাফুফে ভবন তো বটেই টিম হোটেলও ঘেরাও করতে দেখা যায় তাদের। এমনকি আল্টিমেটামও দেওয়া হয়। কিন্তু ইতালিপ্রবাসী ফুটবলারকে ফেরানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
বাংলাদেশ দলের টিম হোটেলে আজ সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘ফাহামিদুলের পরিস্থিতিটা দুর্ভাগ্যজনক। আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷ এই ম্যাচের জন্য তাকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে ইতালি ফিরে গেছে।’
ফাহামিদুলের বাদ পড়া নিয়ে কাবরেরার সুরে সুর মিলিয়েছেন জামাল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘সবাই ভিন্ন ধরনের। একজন খেলোয়াড় ভালো করতে পারে, খারাপও করতে পারে। সে আসলেই ভালো অনুশীলন করেছে। কোচ যেটা বলছেন সে এখনো প্রস্তুত নয় খেলার জন্য। আমাকে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে।’
ফাহমিদুলকে ফেরানোর দাবিতে আজ টিম হোটেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেন বেশ কয়েকজন সমর্থক। তাবিথ জানিয়েছেন, এটা কোচের সিদ্ধান্ত এবং এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে হবে। সমর্থকেরা আজ সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি শিথিল করেছেন। তবে ফাহামিদুলকে ফেরানোর দাবিতে অটল রয়েছেন তাঁরা। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।
ফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
ফাহামিদুল বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল সমর্থকরা। গতকাল বাফুফে ভবন তো বটেই টিম হোটেলও ঘেরাও করতে দেখা যায় তাদের। এমনকি আল্টিমেটামও দেওয়া হয়। কিন্তু ইতালিপ্রবাসী ফুটবলারকে ফেরানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
বাংলাদেশ দলের টিম হোটেলে আজ সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘ফাহামিদুলের পরিস্থিতিটা দুর্ভাগ্যজনক। আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার। তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত৷ এই ম্যাচের জন্য তাকে নেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সে ইতালি ফিরে গেছে।’
ফাহামিদুলের বাদ পড়া নিয়ে কাবরেরার সুরে সুর মিলিয়েছেন জামাল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘সবাই ভিন্ন ধরনের। একজন খেলোয়াড় ভালো করতে পারে, খারাপও করতে পারে। সে আসলেই ভালো অনুশীলন করেছে। কোচ যেটা বলছেন সে এখনো প্রস্তুত নয় খেলার জন্য। আমাকে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতে হবে। আশা করি, ভবিষ্যতে সে আরও ভালো করবে এবং জাতীয় দলে জায়গা করে নেবে।’
ফাহমিদুলকে ফেরানোর দাবিতে আজ টিম হোটেলে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেন বেশ কয়েকজন সমর্থক। তাবিথ জানিয়েছেন, এটা কোচের সিদ্ধান্ত এবং এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে হবে। সমর্থকেরা আজ সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি শিথিল করেছেন। তবে ফাহামিদুলকে ফেরানোর দাবিতে অটল রয়েছেন তাঁরা। ফেনীতে জন্ম নেওয়া ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫