লিওনেল মেসির নতুন গন্তব্য নিয়ে শোনা যাচ্ছে নানা রকম গুঞ্জন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় সম্ভাব্য কিছু গন্তব্যের নাম জানা যাচ্ছে কয়েক মাস ধরে।
এ মাসের শুরুতে সৌদি আরবের পর্যটন প্রতিনিধি হিসেবে মরুর দেশে সপরিবারে গিয়েছিলেন মেসি। সেখানে যাওয়ার পরই সৌদি ক্লাবে খেলার গুঞ্জন। ৯ মে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিল, মেসির সঙ্গে আল-হিলালের ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তি হয়ে গেছে। আর গত মাসে সৌদি গ্যাজেট পত্রিকা এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও আল-হিলালের সঙ্গে মেসির চুক্তির কথা জানিয়েছিলেন। সৌদি আরবের ফুটবলপ্রধান ইয়াসের আল মিশেহাল এ ব্যাপারে কিছু না জানলেও আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দেখতে চান সৌদির কোনো ক্লাবে। সৌদি গণমাধ্যম এসএসসি নিউজকে মিশেহাল বলেন, ‘সত্যি বলতে এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। তবে সৌদি আরবের লিগে মেসিকে আমিও দেখতে চাই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা হবে আরও বড় কিছু। যা শুরু হয়েছিল ক্রিস্টিয়ানোকে দিয়ে।’
মেসির বার্সেলোনা যাওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে গত কয়েক মাস। এরই মধ্যে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিকল্প উপায়ে ফেরানোর কথা ভাবছে বার্সা। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বার্সেলোনা মেসিকে নিতে ইন্টার মায়ামির সঙ্গে একটা চুক্তি করতে চাচ্ছে। মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামি সই করালেও বার্সেলোনার চাওয়া, ধারে তিনি (মেসি) খেলবেন ক্লাবে। নিজেদের সামর্থ্য সীমিত থাকাতেই হয়তো এমনটা করতে চাচ্ছে বার্সেলোনা। অন্যদিকে আর্জেন্টিনার গণমাধ্যমে শোনা যাচ্ছে ভিন্ন কথা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে ইন্টার মায়ামি। বার্সেলোনার প্রস্তাবে ক্লাবটির (ইন্টার মায়ামি) রাজি হওয়ার কোনো মানে নেই।
তা ছাড়া প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুষ্ঠান বাদ দিয়ে গত রোববার আর্জেন্টাইন তারকা ফুটবলার গেছেন বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে। এই কনসার্টে ‘মেসি, মেসি’ স্লোগানে পরিবেশ মাতিয়ে তোলেন বার্সা ভক্তরা। তার আগে চলতি মৌসুমের লা লিগা জয়ের পর মেসিকে নিয়ে স্লোগান দিয়েছেন বার্সেলোনা ভক্তরা। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার ম্যাচে তো অহরহই দেখা গেছে মেসির নামে স্লোগান। তা ছাড়া মেসির বার্সা সতীর্থ, কোচ জাভি হার্নান্দেজরা তো তাঁকে পুরোনো ক্লাবে বরণ করে নিতে রাজি।
লিওনেল মেসির নতুন গন্তব্য নিয়ে শোনা যাচ্ছে নানা রকম গুঞ্জন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় সম্ভাব্য কিছু গন্তব্যের নাম জানা যাচ্ছে কয়েক মাস ধরে।
এ মাসের শুরুতে সৌদি আরবের পর্যটন প্রতিনিধি হিসেবে মরুর দেশে সপরিবারে গিয়েছিলেন মেসি। সেখানে যাওয়ার পরই সৌদি ক্লাবে খেলার গুঞ্জন। ৯ মে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিল, মেসির সঙ্গে আল-হিলালের ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তি হয়ে গেছে। আর গত মাসে সৌদি গ্যাজেট পত্রিকা এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও আল-হিলালের সঙ্গে মেসির চুক্তির কথা জানিয়েছিলেন। সৌদি আরবের ফুটবলপ্রধান ইয়াসের আল মিশেহাল এ ব্যাপারে কিছু না জানলেও আর্জেন্টাইন তারকা ফুটবলারকে দেখতে চান সৌদির কোনো ক্লাবে। সৌদি গণমাধ্যম এসএসসি নিউজকে মিশেহাল বলেন, ‘সত্যি বলতে এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। তবে সৌদি আরবের লিগে মেসিকে আমিও দেখতে চাই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা হবে আরও বড় কিছু। যা শুরু হয়েছিল ক্রিস্টিয়ানোকে দিয়ে।’
মেসির বার্সেলোনা যাওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে গত কয়েক মাস। এরই মধ্যে আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিকল্প উপায়ে ফেরানোর কথা ভাবছে বার্সা। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বার্সেলোনা মেসিকে নিতে ইন্টার মায়ামির সঙ্গে একটা চুক্তি করতে চাচ্ছে। মেসিকে ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মায়ামি সই করালেও বার্সেলোনার চাওয়া, ধারে তিনি (মেসি) খেলবেন ক্লাবে। নিজেদের সামর্থ্য সীমিত থাকাতেই হয়তো এমনটা করতে চাচ্ছে বার্সেলোনা। অন্যদিকে আর্জেন্টিনার গণমাধ্যমে শোনা যাচ্ছে ভিন্ন কথা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে ইন্টার মায়ামি। বার্সেলোনার প্রস্তাবে ক্লাবটির (ইন্টার মায়ামি) রাজি হওয়ার কোনো মানে নেই।
তা ছাড়া প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুষ্ঠান বাদ দিয়ে গত রোববার আর্জেন্টাইন তারকা ফুটবলার গেছেন বার্সেলোনার কোল্ডপ্লে কনসার্টে। এই কনসার্টে ‘মেসি, মেসি’ স্লোগানে পরিবেশ মাতিয়ে তোলেন বার্সা ভক্তরা। তার আগে চলতি মৌসুমের লা লিগা জয়ের পর মেসিকে নিয়ে স্লোগান দিয়েছেন বার্সেলোনা ভক্তরা। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার ম্যাচে তো অহরহই দেখা গেছে মেসির নামে স্লোগান। তা ছাড়া মেসির বার্সা সতীর্থ, কোচ জাভি হার্নান্দেজরা তো তাঁকে পুরোনো ক্লাবে বরণ করে নিতে রাজি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫