ক্রীড়া ডেস্ক
‘সেট-পিসে’ দুর্দান্ত আর্সেনাল—ব্যাপারটি ম্যাচের আগেও বলেছিলেন থিবো কর্তোয়া। এ জন্য তাঁর সতর্কতা ও প্রস্তুতিও ছিল ব্যাপক। কিন্তু ম্যাচে সেট-পিসেই ধরাশায়ী হলো রিয়াল মাদ্রিদ। কর্তোয়া ছিলেন বলেই চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি কয়েকটি গোল কম হজম করেছেন। তবে এই বেলজিয়ান গোলরক্ষকও ব্যর্থ হয়েছেন সেট পিস ফ্রি-কিকেই। আর্সেনাল দুটি ফ্রি-কিক পেয়েছে, দুটিতেই গোল আদায় করে নিয়েছে তারা।
ডেকলান রাইসের অসাধারণ-অনবদ্য দুটি ফ্রি-কিক শট যেন ছিল চোখের শান্তি। এমন জাদুকরী শট আর গোল দেখে রিয়ালের সমর্থকদেরও নিশ্চয়ই অবাক করেছে! সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যম সব জায়গায় প্রশংসা রাইসের। কেউ আবার কৌতুক করে লিখেছেন, আর্সেনালের রাইসে পেট ভরেছে রিয়ালের।
গোল ডটকম আফ্রিকা রসিকতা করে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামের হাতে ভাতের প্লেট দিয়ে—ডেকলান রাইসের খাবার পরিবেশনের একটি ছবি পোস্ট করছে। ক্যাপশনে তারা লিখেছে, রাইসের অত্যন্ত সুস্বাদু পরিবেশন।
সবচেয়ে অবাক করা ব্যাপার, রাইস এর আগে কখনো ফ্রি-কিকে গোল করতে পারেননি। দুটো গোলই তাঁর এক-দুই। কিন্তু নিজের ডান পায়ের এমন শটে রবার্তো কার্লোসই যেন এ ম্যাচে হয়ে ওঠেন রাইস। ম্যাচশেষে প্রথম গোলের বাঁকানো শট নিয়ে এই ইংলিশ মিডফিল্ডার বললে, ‘আমি আসলে বলটা ক্রস করতে চেয়েছিলাম, কিন্তু বাধা (মানব দেয়াল) আর গোলকিপারকে দেখে শট নিলাম।’
৭০ মিনিটে দ্বিতীয় গোলে আবারও এত নিখুঁত শট। পোস্টের কোনায় লেগে গোল হলো, এবার যেন এমিরাটসে ডেভিড বেকহামই ফিরে এসেছেন। এর আগে ওয়েস্টহাম ও আর্সেনালের হয়ে ৩৩৮ ম্যাচ কখনো ফ্রি-কিক গোল করতে পারেননি তিনি। ম্যাচটা রাইসের সারা জীবন মনে থাকবে, ‘এগুলো জাদুকরী মুহূর্ত, জানেন তো? এগুলো সারা জীবন আমার সঙ্গে থাকবে। এটা ছিল একদম বিশেষ, বিশেষ রাত।’
‘সেট-পিসে’ দুর্দান্ত আর্সেনাল—ব্যাপারটি ম্যাচের আগেও বলেছিলেন থিবো কর্তোয়া। এ জন্য তাঁর সতর্কতা ও প্রস্তুতিও ছিল ব্যাপক। কিন্তু ম্যাচে সেট-পিসেই ধরাশায়ী হলো রিয়াল মাদ্রিদ। কর্তোয়া ছিলেন বলেই চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি কয়েকটি গোল কম হজম করেছেন। তবে এই বেলজিয়ান গোলরক্ষকও ব্যর্থ হয়েছেন সেট পিস ফ্রি-কিকেই। আর্সেনাল দুটি ফ্রি-কিক পেয়েছে, দুটিতেই গোল আদায় করে নিয়েছে তারা।
ডেকলান রাইসের অসাধারণ-অনবদ্য দুটি ফ্রি-কিক শট যেন ছিল চোখের শান্তি। এমন জাদুকরী শট আর গোল দেখে রিয়ালের সমর্থকদেরও নিশ্চয়ই অবাক করেছে! সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যম সব জায়গায় প্রশংসা রাইসের। কেউ আবার কৌতুক করে লিখেছেন, আর্সেনালের রাইসে পেট ভরেছে রিয়ালের।
গোল ডটকম আফ্রিকা রসিকতা করে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামের হাতে ভাতের প্লেট দিয়ে—ডেকলান রাইসের খাবার পরিবেশনের একটি ছবি পোস্ট করছে। ক্যাপশনে তারা লিখেছে, রাইসের অত্যন্ত সুস্বাদু পরিবেশন।
সবচেয়ে অবাক করা ব্যাপার, রাইস এর আগে কখনো ফ্রি-কিকে গোল করতে পারেননি। দুটো গোলই তাঁর এক-দুই। কিন্তু নিজের ডান পায়ের এমন শটে রবার্তো কার্লোসই যেন এ ম্যাচে হয়ে ওঠেন রাইস। ম্যাচশেষে প্রথম গোলের বাঁকানো শট নিয়ে এই ইংলিশ মিডফিল্ডার বললে, ‘আমি আসলে বলটা ক্রস করতে চেয়েছিলাম, কিন্তু বাধা (মানব দেয়াল) আর গোলকিপারকে দেখে শট নিলাম।’
৭০ মিনিটে দ্বিতীয় গোলে আবারও এত নিখুঁত শট। পোস্টের কোনায় লেগে গোল হলো, এবার যেন এমিরাটসে ডেভিড বেকহামই ফিরে এসেছেন। এর আগে ওয়েস্টহাম ও আর্সেনালের হয়ে ৩৩৮ ম্যাচ কখনো ফ্রি-কিক গোল করতে পারেননি তিনি। ম্যাচটা রাইসের সারা জীবন মনে থাকবে, ‘এগুলো জাদুকরী মুহূর্ত, জানেন তো? এগুলো সারা জীবন আমার সঙ্গে থাকবে। এটা ছিল একদম বিশেষ, বিশেষ রাত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে