বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনায় ফিরে এসেছে ক্লাব ফুটবল। ইংলিশ লিগ কাপের ফাইনালে আলোচনায় ছিল সিটি-লিভারপুল ম্যাচ। রোববারের বিশ্বকাপ ফাইনালের পঞ্চম দিনে মাঠে নেমেছিল দুই জায়ান্ট। চতুর্থ পর্বের শেষ ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার সিটির স্কোয়াডেও শুরু থেকেই ছিলেন কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ডের মতো তারকারা। প্রথমার্ধে ম্যাচের ১০ মিনিটের সময় বাঁ প্রান্ত থেকে বক্সের মধ্যে দারুণ এক বল বাড়ান কেভিন ডি ব্রুইনা। বল জালে জড়াতে নরওয়েজীয় স্ট্রাইকার হালান্দের এক মুহূর্তও ভুল হয়নি। ১-০তে এগিয়ে যায় সিটি। কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিড। ১০ মিনিট পরই জোয়েল মাতিপের কাছ থেকে বক্সের মধ্যে বল পান জেমস মিলনার। মিলনার বল বাড়িয়ে দেন ফ্যাবিও কারভালহোকে। সিটির গোলরক্ষককে বোকা বানিয়ে সমতায় ফেরে লিভারপুল।
প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সিটি। এবারে মাঝমাঠের একটু সামনে থেকে লম্বা করে বল পাঠান ডান প্রান্তে থাকা রিয়াদ মাহরেজকে। একজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বল জালে জড়ান এই আলজেরিয়ান। এবারও সিটি এক মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি। কাউন্টার আক্রমণে বাঁ প্রান্ত থেকে দারউইন নুনিয়েজের বাড়ানো বলে লিভারপুলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ।
উত্তেজনার ম্যাচে লিভারপুলের সমতায় ফেরাও টেকেনি বেশিক্ষণ। ১০ মিনিট পরই আবারও এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এবার ডি ব্রুইনার বাড়ানো বলে দারুণ এক হেডে গোল করেন সিটির ডাচ ডিফেন্ডার নাথানিয়েন আকে। আর এই গোলেই জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির।
বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই হাই ভোল্টেজ ম্যাচের উত্তেজনায় ফিরে এসেছে ক্লাব ফুটবল। ইংলিশ লিগ কাপের ফাইনালে আলোচনায় ছিল সিটি-লিভারপুল ম্যাচ। রোববারের বিশ্বকাপ ফাইনালের পঞ্চম দিনে মাঠে নেমেছিল দুই জায়ান্ট। চতুর্থ পর্বের শেষ ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার সিটির স্কোয়াডেও শুরু থেকেই ছিলেন কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ডের মতো তারকারা। প্রথমার্ধে ম্যাচের ১০ মিনিটের সময় বাঁ প্রান্ত থেকে বক্সের মধ্যে দারুণ এক বল বাড়ান কেভিন ডি ব্রুইনা। বল জালে জড়াতে নরওয়েজীয় স্ট্রাইকার হালান্দের এক মুহূর্তও ভুল হয়নি। ১-০তে এগিয়ে যায় সিটি। কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিড। ১০ মিনিট পরই জোয়েল মাতিপের কাছ থেকে বক্সের মধ্যে বল পান জেমস মিলনার। মিলনার বল বাড়িয়ে দেন ফ্যাবিও কারভালহোকে। সিটির গোলরক্ষককে বোকা বানিয়ে সমতায় ফেরে লিভারপুল।
প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সিটি। এবারে মাঝমাঠের একটু সামনে থেকে লম্বা করে বল পাঠান ডান প্রান্তে থাকা রিয়াদ মাহরেজকে। একজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বল জালে জড়ান এই আলজেরিয়ান। এবারও সিটি এক মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি। কাউন্টার আক্রমণে বাঁ প্রান্ত থেকে দারউইন নুনিয়েজের বাড়ানো বলে লিভারপুলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ।
উত্তেজনার ম্যাচে লিভারপুলের সমতায় ফেরাও টেকেনি বেশিক্ষণ। ১০ মিনিট পরই আবারও এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এবার ডি ব্রুইনার বাড়ানো বলে দারুণ এক হেডে গোল করেন সিটির ডাচ ডিফেন্ডার নাথানিয়েন আকে। আর এই গোলেই জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫