শিরোপা তো কম জেতেননি লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারের একের পর এক শিরোপা তাঁর ক্যাবিনেটে। একমাত্র অপূর্ণতা যা ছিল, তা তিনি ঘুচিয়েছেন গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছেন। ভক্ত-সমর্থকদের সেই শিরোপাজয়ের গল্প শোনালেন আর্জেন্টিনার ফুটবল তারকা।
কাতারে ২০২২-এর নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল ২২তম ফুটবল বিশ্বকাপ। সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর টানা ৬ ম্যাচ জিতে বিশ্বকাপ জিতেছে আকাশী-নীলরা। মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপের খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। মেসির সেই শিরোপাজয়ের এক বছর পূর্ণ হবে পরশু ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ শিরোপাজয়ের এক বছর পূর্তির আগেই ভক্ত-সমর্থকদের সুখবর দিয়ে রাখল অ্যাপল টিভি প্লাস। ‘মেসির বিশ্বকাপ: এক কিংবদন্তির উত্থান’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে তারা। টিভি নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘তার মুখেই শুনুন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে তার অসাধারণ ক্যারিয়ারের গল্প। বিশ্বকাপ জয়ের প্রতি তার যে তীব্র ক্ষুধা, সেই গল্প করা হয়েছে।’
অ্যাপল টিভি জানিয়েছে, প্রামাণ্যচিত্র মুক্তি পাবে ২০২-এর ২১ ফেব্রুয়ারি। তবে সেই প্রামাণ্যচিত্রের ট্রেইলর এরই মধ্যে তারা প্রকাশ করেছে। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ক্যারিয়ারে তিনি খেলেছেন পাঁচ বিশ্বকাপ। ৩৯ মিনিটের ভিডিওতে রয়েছে বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর পথচলা, হতাশা ও উচ্ছ্বাস। ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের সঙ্গে কীভাবে উদ্যাপন করেছেন তা দেখানো হয়েছে। ভিডিওতে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকারকেও দেখানো হয়েছে। টিভি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, মেসির সাক্ষাৎকার তো রয়েছেই। পাশাপাশি সতীর্থ, কোচ, ভক্ত-সমর্থক, ধারাভাষ্যকার—সবার সঙ্গে কথা বলা হয়েছে।
বিশ্বকাপ ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেছেন ১৩ গোল ও ৮ গোলে অ্যাসিস্ট, যার মধ্যে ২০২২ বিশ্বকাপে ৭ ম্যাচে ৭ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুবার জিতেছেন গোল্ডেন বল। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়ের আগে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা—দুটি শিরোপা জিতেছেন তিনি।
শিরোপা তো কম জেতেননি লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারের একের পর এক শিরোপা তাঁর ক্যাবিনেটে। একমাত্র অপূর্ণতা যা ছিল, তা তিনি ঘুচিয়েছেন গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছেন। ভক্ত-সমর্থকদের সেই শিরোপাজয়ের গল্প শোনালেন আর্জেন্টিনার ফুটবল তারকা।
কাতারে ২০২২-এর নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল ২২তম ফুটবল বিশ্বকাপ। সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর টানা ৬ ম্যাচ জিতে বিশ্বকাপ জিতেছে আকাশী-নীলরা। মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপের খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। মেসির সেই শিরোপাজয়ের এক বছর পূর্ণ হবে পরশু ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ শিরোপাজয়ের এক বছর পূর্তির আগেই ভক্ত-সমর্থকদের সুখবর দিয়ে রাখল অ্যাপল টিভি প্লাস। ‘মেসির বিশ্বকাপ: এক কিংবদন্তির উত্থান’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে তারা। টিভি নির্মাতা প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘তার মুখেই শুনুন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে তার অসাধারণ ক্যারিয়ারের গল্প। বিশ্বকাপ জয়ের প্রতি তার যে তীব্র ক্ষুধা, সেই গল্প করা হয়েছে।’
অ্যাপল টিভি জানিয়েছে, প্রামাণ্যচিত্র মুক্তি পাবে ২০২-এর ২১ ফেব্রুয়ারি। তবে সেই প্রামাণ্যচিত্রের ট্রেইলর এরই মধ্যে তারা প্রকাশ করেছে। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ক্যারিয়ারে তিনি খেলেছেন পাঁচ বিশ্বকাপ। ৩৯ মিনিটের ভিডিওতে রয়েছে বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর পথচলা, হতাশা ও উচ্ছ্বাস। ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের সঙ্গে কীভাবে উদ্যাপন করেছেন তা দেখানো হয়েছে। ভিডিওতে ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি লিনেকারকেও দেখানো হয়েছে। টিভি নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, মেসির সাক্ষাৎকার তো রয়েছেই। পাশাপাশি সতীর্থ, কোচ, ভক্ত-সমর্থক, ধারাভাষ্যকার—সবার সঙ্গে কথা বলা হয়েছে।
বিশ্বকাপ ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেছেন ১৩ গোল ও ৮ গোলে অ্যাসিস্ট, যার মধ্যে ২০২২ বিশ্বকাপে ৭ ম্যাচে ৭ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জিতে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুবার জিতেছেন গোল্ডেন বল। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জয়ের আগে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা—দুটি শিরোপা জিতেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫