এবারে মৌসুমে বিশ্বকাপ বিরতির পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত আছে রেড ডেভিলসরা। আজ রাতে এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়েই লিভারপুলের মুখোমুখি হবে তারা।
তবে এমন পারফরম্যান্স কিন্তু মৌসুমের শুরুতে ছিল না। দলের পরাজয়ের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ক্লাব ও কোচ টেন হাগের ঝামেলাও চলছিল। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে টালমাটাল এক সময় অতিক্রম করেছে দলটি।
রোনালদোর ক্লাব ছাড়ার পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছে ম্যান ইউনাইটেড। সঙ্গে দলকে এক সুতোয় গেঁথেছেন টেন হাগ। দলের পারফরম্যান্স এখন সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যান ইউনাইটেড কোচ। তাঁর মতে, রোনালদোকে বাদ দেওয়ার পর শান্তিতে ঘুমিয়েছেন তিনি।
অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে খেলতে নামার আগে এমনটিই জানিয়েছেন টেন হাগ। রোনালদোকে ব্রাইটনের বিপক্ষে বাদ দেওয়ার বিষয়ে সরাসরি না বললেও সেই সময়ের ঘটনাগুলোকে ইঙ্গিত করেই তিনি বলেছেন, ‘আমি অবশ্যই এর মতো বড় সিদ্ধান্তগুলো নিয়ে বিবেচনা করি। ম্যানেজার হিসেবে আপনাকে সব সময় কৌশলগত চিন্তাভাবনা করতে হবে এবং পরিণতির মুখোমুখি হতে হবে। এ বিষয়ে আমি সচেতন, কিন্তু এটি আমার কাজ এবং দায়িত্ব।’
এর পরেই রোনালদোকে বাদ দেওয়া এবং ক্লাব ছাড়ার সময়ের সঙ্গে তুলনা করে লিভারপুলের বিপক্ষে চিন্তিত কি না তা জানিয়েছেন টেন হাগ। তিনি বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে খেলতে নামার আগে চিন্তা করছি না। সেই সব রাতের মতোই আমি শান্তিতে ঘুমাচ্ছি। ক্লাব ও দলের প্রতি সম্মান রেখেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি সেই সব সিদ্ধান্তকে সমর্থন করি।’
এবারে মৌসুমে বিশ্বকাপ বিরতির পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত আছে রেড ডেভিলসরা। আজ রাতে এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়েই লিভারপুলের মুখোমুখি হবে তারা।
তবে এমন পারফরম্যান্স কিন্তু মৌসুমের শুরুতে ছিল না। দলের পরাজয়ের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ক্লাব ও কোচ টেন হাগের ঝামেলাও চলছিল। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে টালমাটাল এক সময় অতিক্রম করেছে দলটি।
রোনালদোর ক্লাব ছাড়ার পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছে ম্যান ইউনাইটেড। সঙ্গে দলকে এক সুতোয় গেঁথেছেন টেন হাগ। দলের পারফরম্যান্স এখন সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যান ইউনাইটেড কোচ। তাঁর মতে, রোনালদোকে বাদ দেওয়ার পর শান্তিতে ঘুমিয়েছেন তিনি।
অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে খেলতে নামার আগে এমনটিই জানিয়েছেন টেন হাগ। রোনালদোকে ব্রাইটনের বিপক্ষে বাদ দেওয়ার বিষয়ে সরাসরি না বললেও সেই সময়ের ঘটনাগুলোকে ইঙ্গিত করেই তিনি বলেছেন, ‘আমি অবশ্যই এর মতো বড় সিদ্ধান্তগুলো নিয়ে বিবেচনা করি। ম্যানেজার হিসেবে আপনাকে সব সময় কৌশলগত চিন্তাভাবনা করতে হবে এবং পরিণতির মুখোমুখি হতে হবে। এ বিষয়ে আমি সচেতন, কিন্তু এটি আমার কাজ এবং দায়িত্ব।’
এর পরেই রোনালদোকে বাদ দেওয়া এবং ক্লাব ছাড়ার সময়ের সঙ্গে তুলনা করে লিভারপুলের বিপক্ষে চিন্তিত কি না তা জানিয়েছেন টেন হাগ। তিনি বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে খেলতে নামার আগে চিন্তা করছি না। সেই সব রাতের মতোই আমি শান্তিতে ঘুমাচ্ছি। ক্লাব ও দলের প্রতি সম্মান রেখেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি সেই সব সিদ্ধান্তকে সমর্থন করি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫