ঢাকা: নতুন মৌসুম শুরু হওয়ার আগেই জমে ওঠে গুঞ্জনের বাজার। কে থাকছেন, কে যাচ্ছেন এই গুঞ্জনে দলগুলো টাকা-পয়সার অঙ্ক মেলাতে ব্যস্ত থাকে। মেসি–রোনালদোর পর এবার আলোচনায় এসেছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড এবং তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে টমাস টুখেলের চেলসি।
৩৩ ম্যাচে ২০ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে সালাহ। এই পরিসংখ্যান বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের তেমন উপকারে আসছে না। প্রিমিয়ার লিগ জয় দূরে থাক, আগামী মৌসুমে অলরেডরা চ্যাম্পিয়নস লিগ খেলতে পারে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। ২০২৩ সালে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও নবায়নের ব্যাপারে কথা বলেনি লিভারপুল। চেলসি তাই সংক্ষিপ্ত তালিকায় রেখেছে মিশরীয় ফরোয়ার্ডকে।
চেলসি কোচ টুখেল স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এক মৌসুমে ২০ গোল করা স্ট্রাইকার কটা দলে আছে বলেন। চেলসি এমন তারকা খেলোয়াড় সব সময় কেনে।’
২০১৭ থেকে লিভারপুলে খেলছেন সালাহ। অলরেডদের হয়ে গোলের সেঞ্চুরির কাছাকাছি আছেন এই ফরোয়ার্ড। ১৫৪ ম্যাচে করেছেন ৯৫টি গোল। হয়তো লিভারপুলের হয়ে ১০০টি গোল করেও ফেলবেন। কিন্তু লিভারপুলের জার্সিতে এবারই তাঁর শেষ কি না, সে গুঞ্জনও জোরাল।
ঢাকা: নতুন মৌসুম শুরু হওয়ার আগেই জমে ওঠে গুঞ্জনের বাজার। কে থাকছেন, কে যাচ্ছেন এই গুঞ্জনে দলগুলো টাকা-পয়সার অঙ্ক মেলাতে ব্যস্ত থাকে। মেসি–রোনালদোর পর এবার আলোচনায় এসেছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাচ্ছেন মিশরীয় ফরোয়ার্ড এবং তাঁকে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে টমাস টুখেলের চেলসি।
৩৩ ম্যাচে ২০ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে সালাহ। এই পরিসংখ্যান বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের তেমন উপকারে আসছে না। প্রিমিয়ার লিগ জয় দূরে থাক, আগামী মৌসুমে অলরেডরা চ্যাম্পিয়নস লিগ খেলতে পারে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। ২০২৩ সালে চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও নবায়নের ব্যাপারে কথা বলেনি লিভারপুল। চেলসি তাই সংক্ষিপ্ত তালিকায় রেখেছে মিশরীয় ফরোয়ার্ডকে।
চেলসি কোচ টুখেল স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এক মৌসুমে ২০ গোল করা স্ট্রাইকার কটা দলে আছে বলেন। চেলসি এমন তারকা খেলোয়াড় সব সময় কেনে।’
২০১৭ থেকে লিভারপুলে খেলছেন সালাহ। অলরেডদের হয়ে গোলের সেঞ্চুরির কাছাকাছি আছেন এই ফরোয়ার্ড। ১৫৪ ম্যাচে করেছেন ৯৫টি গোল। হয়তো লিভারপুলের হয়ে ১০০টি গোল করেও ফেলবেন। কিন্তু লিভারপুলের জার্সিতে এবারই তাঁর শেষ কি না, সে গুঞ্জনও জোরাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫