লিওনেল মেসির ম্যাচ বলে কথা। টিকিটের দাম যেমন বেশি থাকে, তেমনি চাহিদাও থাকে প্রচুর। টিকিট ছাড়তে না ছাড়তেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়।
লিগ কাপের শেষ ষোলোয় পরশু ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নতুন ক্লাবে খেলার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। ২০ হাজার দর্শক এই মাঠে বসে খেলা দেখতে পারবেন। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ১০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়েছে। এফসি ডালাসের টিম অফিশিয়ালসদের মতে, তাঁদের (এফসি) ইতিহাসে দ্রুততম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। টিকিটের সর্বনিম্ন দাম ২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩২ হাজার ৫২৯ টাকা। আর অফিশিয়ালি টিকিট বিক্রি করা ওয়েবসাইটে এএক্সএসে দেখা যাচ্ছে ৬০০ ডলারেরও (বাংলাদেশি ৬৫ হাজার ২৭৬ টাকা) বেশি দামে।
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। লিগ কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্রুজ আজুল। এই ম্যাচের আগে টিকিটের দাম বেড়ে গিয়েছিল হুহু করে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছিল, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। যেখানে ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে ম্যাচ জেতান মেসি।
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি, আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। পেনাল্টিতে হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার তা করেননি। মার্তিনেজ গোল করেছিলেন পেনাল্টিতে।
লিওনেল মেসির ম্যাচ বলে কথা। টিকিটের দাম যেমন বেশি থাকে, তেমনি চাহিদাও থাকে প্রচুর। টিকিট ছাড়তে না ছাড়তেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়।
লিগ কাপের শেষ ষোলোয় পরশু ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি ডালাস। এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নতুন ক্লাবে খেলার পর এবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি। ২০ হাজার দর্শক এই মাঠে বসে খেলা দেখতে পারবেন। নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) ১০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়েছে। এফসি ডালাসের টিম অফিশিয়ালসদের মতে, তাঁদের (এফসি) ইতিহাসে দ্রুততম সময়ে সব টিকিট বিক্রি হয়ে যায়। টিকিটের সর্বনিম্ন দাম ২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৩২ হাজার ৫২৯ টাকা। আর অফিশিয়ালি টিকিট বিক্রি করা ওয়েবসাইটে এএক্সএসে দেখা যাচ্ছে ৬০০ ডলারেরও (বাংলাদেশি ৬৫ হাজার ২৭৬ টাকা) বেশি দামে।
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। লিগ কাপের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ ছিল ক্রুজ আজুল। এই ম্যাচের আগে টিকিটের দাম বেড়ে গিয়েছিল হুহু করে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছিল, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। যেখানে ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রিকিকে ম্যাচ জেতান মেসি।
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। এর আগে লিগ কাপে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। সেই ম্যাচে দুই গোল করেছিলেন ও অ্যাসিস্ট করেছিলেন এক গোলে। অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোয় পৌঁছেছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি, আরেক গোল করেন জোসেফ মার্তিনেজ। পেনাল্টিতে হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার তা করেননি। মার্তিনেজ গোল করেছিলেন পেনাল্টিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫