মাঠে ফিরছে বিপিএল ফুটবল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দশম রাউন্ড শেষে দেড় মাসের বিরতির পর আজ মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ। বড় ম্যাচ অবশ্য আগামীকাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আতিথ্য দেবে বসুন্ধরা কিংস। এর আগে আজ রয়েছে দুটি ম্যাচ। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হবে পুলিশ এফসি। চলতি মৌসুমে প্রথম দেখায় অবশ্য ফকিরেরপুলকে উড়িয়ে দিয়েছিল তারা।
সেই ম্যাচে পুলিশের হয়ে জোড়া গোল করেন আল আমিন। লিগে এখন পর্যন্ত স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৭ গোল তাঁর। সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। কিন্তু ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে আল আমিনকে এক মিনিটের জন্যও মাঠে নামাননি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশের পরের ম্যাচ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগেই লিগ শেষ হওয়ার কথা। তখন নামের পাশে অন্তত ২০টি গোল দেখতে চান আল আমিন। বলেন, ‘ (ভারতের বিপক্ষে না খেলায়) আক্ষেপ ছিল, কিন্তু এখন নেই। এখন লিগেই মনোযোগী। আমার লক্ষ্য স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করা।’ পারফরম্যান্সটা যেন ধরে রাখতে পারি, সেটা ঠিক রাখতে পারলে জাতীয় দলে আবার সুযোগ পাব। অন্তত ২০ থেকে ২৫টা গোল করে মৌসুম শেষ করতে চাই।’
১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে পুলিশ। তাদের ঠিক পরেই আছে ফকিরেরপুল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে তলানির দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে চারে থাকা রহমতগঞ্জ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।
দশম রাউন্ড শেষে দেড় মাসের বিরতির পর আজ মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ। বড় ম্যাচ অবশ্য আগামীকাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আতিথ্য দেবে বসুন্ধরা কিংস। এর আগে আজ রয়েছে দুটি ম্যাচ। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হবে পুলিশ এফসি। চলতি মৌসুমে প্রথম দেখায় অবশ্য ফকিরেরপুলকে উড়িয়ে দিয়েছিল তারা।
সেই ম্যাচে পুলিশের হয়ে জোড়া গোল করেন আল আমিন। লিগে এখন পর্যন্ত স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৭ গোল তাঁর। সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। কিন্তু ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে আল আমিনকে এক মিনিটের জন্যও মাঠে নামাননি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।
বাংলাদেশের পরের ম্যাচ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগেই লিগ শেষ হওয়ার কথা। তখন নামের পাশে অন্তত ২০টি গোল দেখতে চান আল আমিন। বলেন, ‘ (ভারতের বিপক্ষে না খেলায়) আক্ষেপ ছিল, কিন্তু এখন নেই। এখন লিগেই মনোযোগী। আমার লক্ষ্য স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করা।’ পারফরম্যান্সটা যেন ধরে রাখতে পারি, সেটা ঠিক রাখতে পারলে জাতীয় দলে আবার সুযোগ পাব। অন্তত ২০ থেকে ২৫টা গোল করে মৌসুম শেষ করতে চাই।’
১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে পুলিশ। তাদের ঠিক পরেই আছে ফকিরেরপুল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে তলানির দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে চারে থাকা রহমতগঞ্জ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে