বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন (৪০ কোটি) অনুসারী ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০ মিলিয়ন অনুসারী স্পর্শেও প্রথম ছিলেন পর্তুগিজ যুবরাজ। ২০২০ সালের জানুয়ারিতে ওই সংখ্যা ছুঁয়েছিলেন রোনালদো। দুই বছরের মাথায় তাঁর অনুসারী সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে।
রোনালদোর পর সামাজিক যোগযোগের এই মাধ্যমটিতে দ্বিতীয় সর্বোচ্চ অনুসারী লিওনেল মেসির। বর্তমানে তাঁর অনুসারী সংখ্যা ৩০০ মিলিয়ন (৩০ কোটি)। ইনস্টাগ্রামে অনুসারীর দিক দিয়ে সেরা দশের মধ্যে তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা।
রোনালদো সাধারণত ইনস্টাগ্রামে পরিবার, ফুটবল এবং ‘সিআর সেভেন’ ব্র্যান্ডকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন। ইনস্টাগ্রামে ৬,৬০০টিরও বেশি পোস্ট রয়েছে ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ তারকার। এ সংক্রান্ত বিষয়গুলো পরিচালনার জন্য তাঁর একটি দল রয়েছে। এখন পর্যন্ত রোনালদোকে ৪৯৭ মিলিয়ন মানুষ অনুসরণ করছেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে।
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন (৪০ কোটি) অনুসারী ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০ মিলিয়ন অনুসারী স্পর্শেও প্রথম ছিলেন পর্তুগিজ যুবরাজ। ২০২০ সালের জানুয়ারিতে ওই সংখ্যা ছুঁয়েছিলেন রোনালদো। দুই বছরের মাথায় তাঁর অনুসারী সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে।
রোনালদোর পর সামাজিক যোগযোগের এই মাধ্যমটিতে দ্বিতীয় সর্বোচ্চ অনুসারী লিওনেল মেসির। বর্তমানে তাঁর অনুসারী সংখ্যা ৩০০ মিলিয়ন (৩০ কোটি)। ইনস্টাগ্রামে অনুসারীর দিক দিয়ে সেরা দশের মধ্যে তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা।
রোনালদো সাধারণত ইনস্টাগ্রামে পরিবার, ফুটবল এবং ‘সিআর সেভেন’ ব্র্যান্ডকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন। ইনস্টাগ্রামে ৬,৬০০টিরও বেশি পোস্ট রয়েছে ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ তারকার। এ সংক্রান্ত বিষয়গুলো পরিচালনার জন্য তাঁর একটি দল রয়েছে। এখন পর্যন্ত রোনালদোকে ৪৯৭ মিলিয়ন মানুষ অনুসরণ করছেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫