অনলাইন ডেস্ক
আগের দুই দিনের মতো আজও পিটার বাটলারের অধীনে জিম সেশনে যোগ দেননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিংহভাগ খেলোয়াড়। বৃহস্পতিবার ১২ জনকে নিয়ে জিম সেশন শেষ করেছেন এই ইংলিশ কোচ।
সূত্র জানিয়েছে, সাবিনাসহ দলের সিনিয়র ফুটবলাররা তাঁদের সিদ্ধান্তে অনড়। তারা কিছুতেই পিটারের অধীনে অনুশীলন করবে না। এমন উদ্ভট পরিস্থিতি নিয়ে পিটারও বেশ অস্বস্তিতে। আজ জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদমাধ্যমকে পিটার বলেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে। এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনো আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ। কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার (হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’
এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়। এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।
আগের দুই দিনের মতো আজও পিটার বাটলারের অধীনে জিম সেশনে যোগ দেননি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সিংহভাগ খেলোয়াড়। বৃহস্পতিবার ১২ জনকে নিয়ে জিম সেশন শেষ করেছেন এই ইংলিশ কোচ।
সূত্র জানিয়েছে, সাবিনাসহ দলের সিনিয়র ফুটবলাররা তাঁদের সিদ্ধান্তে অনড়। তারা কিছুতেই পিটারের অধীনে অনুশীলন করবে না। এমন উদ্ভট পরিস্থিতি নিয়ে পিটারও বেশ অস্বস্তিতে। আজ জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদমাধ্যমকে পিটার বলেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে। এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনো আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ। কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার (হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’
এর আগে গত বছর নেপালে সাফ চলাকালেও এমন গুঞ্জন রটেছিল। এরপর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও কথা বলেন পিটার। একপর্যায়ে নারী দলের সঙ্গে আর কাজ করবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু বাফুফে তাঁকে ছাড়তে চায়নি। শেষ পর্যন্ত দুই বছরের জন্য মেয়েদের কোচ হিসেবে বাটলারকে রেখে দেওয়া হয়। এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে