ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে গেছে। মাঠের লড়াইয়ের সঙ্গে চলছে ডাগআউটের লড়াইও। শুধু ট্যাকটিসেই নয়, ভক্তরা পছন্দের কোচদের ফ্যাশন ও স্টাইল নিয়েও যথেষ্ট আগ্রহী। প্রিমিয়ার লিগের আলোচিত কজন কোচের ফ্যাশন নিয়েই এ আয়োজন।
মার্সেলো বিয়েলসা, লিডস
মার্সেলো বিয়েলসা কোচ হিসেবে এমন উচ্চতা স্পর্শ করেছেন, যেখানে খুব কম জনই উঠতে পেরেছেন। পেপ গার্দিওলা ও মরিসিও পচেত্তিনোর মতো কোচরাও বিয়েলসাকে নিজেদের আদর্শ হিসেবে বিবেচনা করেন। নিজেকে চেনাতে বাড়তি ফ্যাশনসচেতনতার প্রয়োজন নেই তাঁর। তিনি যা-ই পরবেন, সেটাই ফ্যাশন! ক্লাব ট্র্যাকসুট পরেই বিয়েলসা যেখানে খুশি চলে যেতে পারেন। যে পোশাক পরে তিনি টাচলাইনে দাঁড়ান, সেটি পরেই হাজির হন লিডসের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে।
পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটি
ফ্যাশনের দিক থেকেও অন্যদের চেয়ে গার্দিওলা একটু আলাদা। আরামদায়ক পোশাককেই যে এই স্প্যানিশ কোচ প্রাধান্য দেন, সেটা তাঁকে দেখলেই বোঝা যায়। বিভিন্ন ধরনের পোশাক পরে তাঁকে টাচলাইনে দাঁড়াতে দেখা গেছে। কখনো কোট-টাই পরা সাহেব, আবার কখনো শুধু সাদা আন্ডারশার্ট পরেও টাচলাইনে দাঁড়াতে দেখা গেছে। কখনো গলায় ঝোলানো থাকে মাফলারও। সাম্প্রতিক সময়ে একটি জ্যাকেট পরেও বেশ আলোচনায় ছিলেন গার্দিওলা। সেই জ্যাকেটের পেছনের অংশে ক্লাবের লোগো লাগানো ছিল। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
ইয়ুর্গেন ক্লপ, লিভারপুল
ক্লাব ব্র্যান্ডেড ট্র্যাকসুট ও ক্যাপেই সব সময় ইয়ুর্গেন ক্লপকে দেখে অভ্যস্ত সবাই। এই জার্মান কোচকে এক নজর দেখলেই বুঝতে পারবেন তিনি বেশ ফ্যাশনদুরস্ত ও স্টাইলিস্ট। ক্লপের কোচিংয়ের ধরনের সঙ্গেও চাইলে তাঁর ফ্যাশনসচেতনতা মেলানো যেতে পারে। সম্প্রতি চশমা পরা বাদ দিয়েছেন ক্লপ। অস্ত্রোপচার করে চোখের সমস্যা যখন ঠিকই করে ফেলেছেন, চশমা পরে আর কী লাভ!
ওলে গুনার সুলশার, ম্যানইউ
কালো স্যুট, সাদা শার্ট ও কৃশকায় লাল টাই। ম্যানইউ কোচ ওলে গুনার সুলশারকে পরিচয় করিয়ে দিতে এর বেশি কিছু প্রয়োজন নেই। এমন ক্ল্যাসিক দর্শন নিয়েই সব সময় ধরা দেন নরওয়েজীয় এই কোচ। ম্যানইউর ব্র্যান্ডেড ব্লেজারটিতে সুলশার ‘ রেড ডেভিল’দের পরিচয়ের পুরোটাই টাচলাইনে ধরে রাখতে পারেন। পাশাপাশি ব্রিটেনের আবহাওয়ার কারণেও পোশাকপরিচ্ছদে যে কখনো কখনো পরিবর্তন আসে, সেটাও সত্য।
টমাস টুখেল, চেলসি
চেলসি ক্লাব শপের সবকিছুই টমাস টুখেলের মধ্যে দেখতে পাবেন। জার্মান এই কোচ নিচে পরেন চেলসির ব্র্যান্ডেড কালো ট্র্যাকসুট। গায়ে জড়ানো থাকে ক্লাব ব্র্যান্ডেড ধূসর ট্র্যাকসুট। কখনো কখনো ক্লাবের লোগোযুক্ত ক্যাপ কিংবা কানটুপি। পাশাপাশি নাইকির স্নিকার সংগ্রহের দিক থেকে বেশ শৌখিন টুখেল। তাঁর সংগ্রহে এয়ার জর্ডান থেকে এয়ার ম্যাক্সের বৈচিত্র্যময় বেশ কিছু রানিং শু রয়েছে।
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে গেছে। মাঠের লড়াইয়ের সঙ্গে চলছে ডাগআউটের লড়াইও। শুধু ট্যাকটিসেই নয়, ভক্তরা পছন্দের কোচদের ফ্যাশন ও স্টাইল নিয়েও যথেষ্ট আগ্রহী। প্রিমিয়ার লিগের আলোচিত কজন কোচের ফ্যাশন নিয়েই এ আয়োজন।
মার্সেলো বিয়েলসা, লিডস
মার্সেলো বিয়েলসা কোচ হিসেবে এমন উচ্চতা স্পর্শ করেছেন, যেখানে খুব কম জনই উঠতে পেরেছেন। পেপ গার্দিওলা ও মরিসিও পচেত্তিনোর মতো কোচরাও বিয়েলসাকে নিজেদের আদর্শ হিসেবে বিবেচনা করেন। নিজেকে চেনাতে বাড়তি ফ্যাশনসচেতনতার প্রয়োজন নেই তাঁর। তিনি যা-ই পরবেন, সেটাই ফ্যাশন! ক্লাব ট্র্যাকসুট পরেই বিয়েলসা যেখানে খুশি চলে যেতে পারেন। যে পোশাক পরে তিনি টাচলাইনে দাঁড়ান, সেটি পরেই হাজির হন লিডসের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে।
পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটি
ফ্যাশনের দিক থেকেও অন্যদের চেয়ে গার্দিওলা একটু আলাদা। আরামদায়ক পোশাককেই যে এই স্প্যানিশ কোচ প্রাধান্য দেন, সেটা তাঁকে দেখলেই বোঝা যায়। বিভিন্ন ধরনের পোশাক পরে তাঁকে টাচলাইনে দাঁড়াতে দেখা গেছে। কখনো কোট-টাই পরা সাহেব, আবার কখনো শুধু সাদা আন্ডারশার্ট পরেও টাচলাইনে দাঁড়াতে দেখা গেছে। কখনো গলায় ঝোলানো থাকে মাফলারও। সাম্প্রতিক সময়ে একটি জ্যাকেট পরেও বেশ আলোচনায় ছিলেন গার্দিওলা। সেই জ্যাকেটের পেছনের অংশে ক্লাবের লোগো লাগানো ছিল। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
ইয়ুর্গেন ক্লপ, লিভারপুল
ক্লাব ব্র্যান্ডেড ট্র্যাকসুট ও ক্যাপেই সব সময় ইয়ুর্গেন ক্লপকে দেখে অভ্যস্ত সবাই। এই জার্মান কোচকে এক নজর দেখলেই বুঝতে পারবেন তিনি বেশ ফ্যাশনদুরস্ত ও স্টাইলিস্ট। ক্লপের কোচিংয়ের ধরনের সঙ্গেও চাইলে তাঁর ফ্যাশনসচেতনতা মেলানো যেতে পারে। সম্প্রতি চশমা পরা বাদ দিয়েছেন ক্লপ। অস্ত্রোপচার করে চোখের সমস্যা যখন ঠিকই করে ফেলেছেন, চশমা পরে আর কী লাভ!
ওলে গুনার সুলশার, ম্যানইউ
কালো স্যুট, সাদা শার্ট ও কৃশকায় লাল টাই। ম্যানইউ কোচ ওলে গুনার সুলশারকে পরিচয় করিয়ে দিতে এর বেশি কিছু প্রয়োজন নেই। এমন ক্ল্যাসিক দর্শন নিয়েই সব সময় ধরা দেন নরওয়েজীয় এই কোচ। ম্যানইউর ব্র্যান্ডেড ব্লেজারটিতে সুলশার ‘ রেড ডেভিল’দের পরিচয়ের পুরোটাই টাচলাইনে ধরে রাখতে পারেন। পাশাপাশি ব্রিটেনের আবহাওয়ার কারণেও পোশাকপরিচ্ছদে যে কখনো কখনো পরিবর্তন আসে, সেটাও সত্য।
টমাস টুখেল, চেলসি
চেলসি ক্লাব শপের সবকিছুই টমাস টুখেলের মধ্যে দেখতে পাবেন। জার্মান এই কোচ নিচে পরেন চেলসির ব্র্যান্ডেড কালো ট্র্যাকসুট। গায়ে জড়ানো থাকে ক্লাব ব্র্যান্ডেড ধূসর ট্র্যাকসুট। কখনো কখনো ক্লাবের লোগোযুক্ত ক্যাপ কিংবা কানটুপি। পাশাপাশি নাইকির স্নিকার সংগ্রহের দিক থেকে বেশ শৌখিন টুখেল। তাঁর সংগ্রহে এয়ার জর্ডান থেকে এয়ার ম্যাক্সের বৈচিত্র্যময় বেশ কিছু রানিং শু রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে