ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলায় এমনটা কম চোখে পড়লেও ফুটবলে দেখা যায় দলের কোনো খেলোয়াড় বড় কিছু অর্জন করলে তাঁকে সম্মান জানানো হয়। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরেও এমনটি দেখা গেছে। ম্যানচেস্টার সিটি হুলিয়ান আলভারেজকে সম্মান দেখিয়েছে।
তেমনি আরও অনেক ক্লাবই বিশ্বজয়ী আর্জেন্টাইন খেলোয়াড়দের সম্মান দেখিয়েছে। তবে ব্যতিক্রম ছিল লিওনেল মেসির ক্ষেত্রে। যাঁর নেতৃত্বে দীর্ঘ তিন যুগের খরা কেটেছে আর্জেন্টিনার, সেই তিনিই বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে সম্মান পাননি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর জন্য এমন কোনো উদ্যোগই নেয়নি।
এ নিয়ে এত দিন কিছু না বললেও পিএসজি ছেড়ে যাওয়ার পর এবার মুখ খুলেছেন মেসি। তাঁর জাতীয় দলের সতীর্থরা নিজ নিজ ক্লাব থেকে সম্মান পেলেও কেন তিনি পাননি তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ইএসপিএনের মিগু গ্রানাদোসেককে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘আর্জেন্টিনার স্কোয়াডের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পায়নি। অবশ্য এটা বোধগম্যই ছিল... আমাদের (আর্জেন্টিনা) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’
এমন ঘটনার পরও মেসি প্যারিসে থাকার চিন্তা করেছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘এটা এমনই হয়েছে। যা আশা করেছিলাম তা হয়নি। তবে সব সময় বলি ঘটনা কোনো না কোনো কিছুর কারণে ঘটে। এমনকি সেখানে যদি ভালো না-ও থাকি, তবু এটি ঘটেছে। সেখানে থেকেই আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেসির চুক্তি আছে। এরপর তিনি অবসরের চিন্তা করেছেন কি না, জানতে চাইলে ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এটা (অবসর) নিয়ে ভাবিনি। এটা নিয়ে ভাবতেও চাই না। কারণ যা করি তা উপভোগ করতে চাই। ইউরোপ ছেড়ে এখানে এসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে চাই না।’
২০২৪ কোপা আমেরিকা যে খেলবেন, এটা আগেই জানিয়েছিলেন মেসি। এবারও তাই জানিয়েছেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি। না বলার পেছনে বয়স ও পারফরম্যান্সের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। মেসি বলেছেন, ‘কোপা আমেরিকা নিয়ে চিন্তা করেছি। কোপা আমেরিকা শেষে আমরা দেখব। এটা নির্ভর করবে কতটা স্বাচ্ছন্দ্য অনুভব করছি। দিন দিন ধরে দেখব কেমন লাগছে। বিশ্বকাপের এখনো তিন বছর বাকি রয়েছে। খেলার মান কমে যাচ্ছে কি না, সেদিকে তাকাই না। সব সময় থামি এবং খেলি। তবে বাস্তবতা হচ্ছে, আমার বয়স বাড়ছে। হাজারের মতো ম্যাচ খেলেছি এবং সময় কারও জন্য থেমে থাকছে না।’
ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলায় এমনটা কম চোখে পড়লেও ফুটবলে দেখা যায় দলের কোনো খেলোয়াড় বড় কিছু অর্জন করলে তাঁকে সম্মান জানানো হয়। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরেও এমনটি দেখা গেছে। ম্যানচেস্টার সিটি হুলিয়ান আলভারেজকে সম্মান দেখিয়েছে।
তেমনি আরও অনেক ক্লাবই বিশ্বজয়ী আর্জেন্টাইন খেলোয়াড়দের সম্মান দেখিয়েছে। তবে ব্যতিক্রম ছিল লিওনেল মেসির ক্ষেত্রে। যাঁর নেতৃত্বে দীর্ঘ তিন যুগের খরা কেটেছে আর্জেন্টিনার, সেই তিনিই বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে সম্মান পাননি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর জন্য এমন কোনো উদ্যোগই নেয়নি।
এ নিয়ে এত দিন কিছু না বললেও পিএসজি ছেড়ে যাওয়ার পর এবার মুখ খুলেছেন মেসি। তাঁর জাতীয় দলের সতীর্থরা নিজ নিজ ক্লাব থেকে সম্মান পেলেও কেন তিনি পাননি তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ইএসপিএনের মিগু গ্রানাদোসেককে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘আর্জেন্টিনার স্কোয়াডের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পায়নি। অবশ্য এটা বোধগম্যই ছিল... আমাদের (আর্জেন্টিনা) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’
এমন ঘটনার পরও মেসি প্যারিসে থাকার চিন্তা করেছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘এটা এমনই হয়েছে। যা আশা করেছিলাম তা হয়নি। তবে সব সময় বলি ঘটনা কোনো না কোনো কিছুর কারণে ঘটে। এমনকি সেখানে যদি ভালো না-ও থাকি, তবু এটি ঘটেছে। সেখানে থেকেই আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেসির চুক্তি আছে। এরপর তিনি অবসরের চিন্তা করেছেন কি না, জানতে চাইলে ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এটা (অবসর) নিয়ে ভাবিনি। এটা নিয়ে ভাবতেও চাই না। কারণ যা করি তা উপভোগ করতে চাই। ইউরোপ ছেড়ে এখানে এসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে চাই না।’
২০২৪ কোপা আমেরিকা যে খেলবেন, এটা আগেই জানিয়েছিলেন মেসি। এবারও তাই জানিয়েছেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি। না বলার পেছনে বয়স ও পারফরম্যান্সের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। মেসি বলেছেন, ‘কোপা আমেরিকা নিয়ে চিন্তা করেছি। কোপা আমেরিকা শেষে আমরা দেখব। এটা নির্ভর করবে কতটা স্বাচ্ছন্দ্য অনুভব করছি। দিন দিন ধরে দেখব কেমন লাগছে। বিশ্বকাপের এখনো তিন বছর বাকি রয়েছে। খেলার মান কমে যাচ্ছে কি না, সেদিকে তাকাই না। সব সময় থামি এবং খেলি। তবে বাস্তবতা হচ্ছে, আমার বয়স বাড়ছে। হাজারের মতো ম্যাচ খেলেছি এবং সময় কারও জন্য থেমে থাকছে না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে