নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটবল দলের পরের ম্যাচ শুরু হতে এখনো দুই মাস বাকি। সূচি অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কোথায় হবে সেটা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় বোঝা গেল, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হতে কোনো অসুবিধা নেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ লম্বা সময় ধরেই। তবে মাসখানেক আগে এখানে হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। কিন্তু ফুটবলের জন্য এখনো পুরোপুরি রূপে প্রস্তুত হতে পারেনি স্টেডিয়ামটি। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায়ই শেষ। তাবিথ ভাইয়ের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। বাফুফে ঘাসের আরেকটু কাজ করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাডলাইট থেকে শুরু করে সবগুলো কাজ প্রায় শেষ। ২০ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ হবে। জুনে ম্যাচ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামের সংস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
২০২১ সালে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাতে পেছাতে ২০২৫ সালে গিয়ে ঠেকেছে। সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো হতো জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়েছে ম্যাচগুলো।
শিলংয়ে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও নজর কেড়েছেন হামজা। ট্যাকল, ইন্টারসেপশন সব জায়গাতেই মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন:
বাংলাদেশ ফুটবল দলের পরের ম্যাচ শুরু হতে এখনো দুই মাস বাকি। সূচি অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কোথায় হবে সেটা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় বোঝা গেল, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হতে কোনো অসুবিধা নেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ লম্বা সময় ধরেই। তবে মাসখানেক আগে এখানে হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। কিন্তু ফুটবলের জন্য এখনো পুরোপুরি রূপে প্রস্তুত হতে পারেনি স্টেডিয়ামটি। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায়ই শেষ। তাবিথ ভাইয়ের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। বাফুফে ঘাসের আরেকটু কাজ করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাডলাইট থেকে শুরু করে সবগুলো কাজ প্রায় শেষ। ২০ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ হবে। জুনে ম্যাচ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামের সংস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
২০২১ সালে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাতে পেছাতে ২০২৫ সালে গিয়ে ঠেকেছে। সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো হতো জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়েছে ম্যাচগুলো।
শিলংয়ে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও নজর কেড়েছেন হামজা। ট্যাকল, ইন্টারসেপশন সব জায়গাতেই মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে