দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছিলেন তিনি। হ্যামিল্টন টেস্টের সেই ক্যাচকেও যেন আজ ছাড়িয়ে গেলেন কিউই অলরাউন্ডার।
ক্রাইস্টচার্চে আজ যেভাবে মারনাস লাবুশানের ক্যাচ লুফে নিয়েছেন ফিলিপস, তা এক কথায় অবিশ্বাস্য! টিম সাউদির করা বলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন লাবুশানে। কিন্তু কিউই অলরাউন্ডারের অতিমানবীয় ফিল্ডিংয়ের কাছে হার মেনেছেন তিনি। সুপারম্যানের মতো উড়ে গিয়ে ডান হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারের ক্যাচ লুফে নিলেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ক্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটার। মাঠ ছাড়ার সময় লাবুশানের চোখে-মুখে আক্ষেপটা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। মাথা নাড়াতে নাড়াতে বের হওয়ার সময় ক্যাচ নেওয়ার জায়গায় চোখ বোলাচ্ছিলেন ঘাড় ঘুরিয়ে।
১০ রানের জন্য যে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া হয়নি লাবুশানের। ২৯ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার পরেই দ্রুত অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১৬২ রানের বিপরীতে ২৫৬ রানে থামে তারা। লাবুশানে ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। অথচ, শুরুটা দারুণ করা আরও আট ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটাররা দারুণ শুরু করলেও তাঁদের ইনিংস বড় করতে দেননি ম্যাট হেনরি। একাই ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছে কিউই পেসার। শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন-সাউদির ম্যাচ নিজের করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
হেনরি আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে ম্যাচেও ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। এতে ৪০ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। ৬৫ রানে অপরাজিত থাকা টম লাথামকে সঙ্গ দিচ্ছেন ১১ রান করা রাচিন রবীন্দ্র। দিনের খেলা শেষ হওয়ার আগে শততম টেস্টে ফিফটি করেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১৭ রানে আউট হওয়া কিউই ব্যাটার আজ ৫১ রান করে সাজঘরে ফিরেছেন। ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়া জেতায় দুই টেস্টের সিরিজ সমতায় শেষ করতে হলে বাকি তিন দিন আরও দুর্দান্ত কিছু করতে হবে নিউজিল্যান্ডকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। পয়েন্টে বাজপাখির মতো ক্ষিপ্রতায় কেগান পিটারসেনের ক্যাচ এক হাতে লুফে নিয়েছিলেন তিনি। হ্যামিল্টন টেস্টের সেই ক্যাচকেও যেন আজ ছাড়িয়ে গেলেন কিউই অলরাউন্ডার।
ক্রাইস্টচার্চে আজ যেভাবে মারনাস লাবুশানের ক্যাচ লুফে নিয়েছেন ফিলিপস, তা এক কথায় অবিশ্বাস্য! টিম সাউদির করা বলকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন লাবুশানে। কিন্তু কিউই অলরাউন্ডারের অতিমানবীয় ফিল্ডিংয়ের কাছে হার মেনেছেন তিনি। সুপারম্যানের মতো উড়ে গিয়ে ডান হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারের ক্যাচ লুফে নিলেন ফিলিপস। তাঁর দুর্দান্ত ক্যাচে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটার। মাঠ ছাড়ার সময় লাবুশানের চোখে-মুখে আক্ষেপটা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। মাথা নাড়াতে নাড়াতে বের হওয়ার সময় ক্যাচ নেওয়ার জায়গায় চোখ বোলাচ্ছিলেন ঘাড় ঘুরিয়ে।
১০ রানের জন্য যে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া হয়নি লাবুশানের। ২৯ বছর বয়সী ব্যাটার আউট হওয়ার পরেই দ্রুত অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১৬২ রানের বিপরীতে ২৫৬ রানে থামে তারা। লাবুশানে ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। অথচ, শুরুটা দারুণ করা আরও আট ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন।
অস্ট্রেলিয়ার ব্যাটাররা দারুণ শুরু করলেও তাঁদের ইনিংস বড় করতে দেননি ম্যাট হেনরি। একাই ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দিয়েছে কিউই পেসার। শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন-সাউদির ম্যাচ নিজের করে নিয়েছেন ৩২ বছর বয়সী পেসার। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
হেনরি আগুনে বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতে আটকে ম্যাচেও ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। এতে ৪০ রানের লিড পেয়েছে স্বাগতিকেরা। ৬৫ রানে অপরাজিত থাকা টম লাথামকে সঙ্গ দিচ্ছেন ১১ রান করা রাচিন রবীন্দ্র। দিনের খেলা শেষ হওয়ার আগে শততম টেস্টে ফিফটি করেছেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১৭ রানে আউট হওয়া কিউই ব্যাটার আজ ৫১ রান করে সাজঘরে ফিরেছেন। ওয়েলিংটন টেস্ট অস্ট্রেলিয়া জেতায় দুই টেস্টের সিরিজ সমতায় শেষ করতে হলে বাকি তিন দিন আরও দুর্দান্ত কিছু করতে হবে নিউজিল্যান্ডকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫