ক্যানসারে আক্রান্ত নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুই ফন গাল। তবু তিনিই ২০২২ বিশ্বকাপে ডাগআউট সামলাবেন। বিশ্বকাপ শেষে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হবে সাবেক বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানকে। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
ফন গালের উত্তরসূরি হিসেবে ২০২৩ সালে ডাচদের কোচ হয়ে ফিরবেন রোনাল্ড কোমান। এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের দায়িত্বে ছিলেন তিনি। বার্সেলোনার প্রধান কোচ হতে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের চাকরি ছেড়ে দিয়েছিলেন।
দায়িত্ব পাওয়ার পর কোমান বলেছেন, ‘আমি নতুন করে দলকে সহযোগিতা করতে উন্মুখ। প্রায় দেড় বছর আগে যখন আমি ডাচ জাতীয় দল ছাড়ি, তখন কিন্তু অসন্তুষ্ট ছিলাম না। আমি ভালোই ছিলাম এবং ফলও ছিল ভালো। আন্তর্জাতিক মঞ্চেও ভালো যাচ্ছিল সব। ওই পথে আবারও চলব আমরা। এটা আমার জন্য নিশ্চিত।’
এদিকে গত ৪ এপ্রিল ডাচ টিভি অনুষ্ঠান ‘উমবের্তো’তে ফন গাল জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত । এর মধ্যে নাকি ২৫ বার রেডিয়েশন থেরাপিও নেওয়া হয়ে গেছে তাঁর! এত দিন বিষয়টি নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন ফন গাল। এমনকি নিজের শিষ্যদেরও জানাননি এই খবর। তাঁর কাছে মনে হয়েছে, আগে আগে জানিয়ে শিষ্যদের মধ্যে ভীতি সঞ্চার করার কোনো মানেই হয় না।
ক্যানসারে আক্রান্ত নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ লুই ফন গাল। তবু তিনিই ২০২২ বিশ্বকাপে ডাগআউট সামলাবেন। বিশ্বকাপ শেষে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হবে সাবেক বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানকে। বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
ফন গালের উত্তরসূরি হিসেবে ২০২৩ সালে ডাচদের কোচ হয়ে ফিরবেন রোনাল্ড কোমান। এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের দায়িত্বে ছিলেন তিনি। বার্সেলোনার প্রধান কোচ হতে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের চাকরি ছেড়ে দিয়েছিলেন।
দায়িত্ব পাওয়ার পর কোমান বলেছেন, ‘আমি নতুন করে দলকে সহযোগিতা করতে উন্মুখ। প্রায় দেড় বছর আগে যখন আমি ডাচ জাতীয় দল ছাড়ি, তখন কিন্তু অসন্তুষ্ট ছিলাম না। আমি ভালোই ছিলাম এবং ফলও ছিল ভালো। আন্তর্জাতিক মঞ্চেও ভালো যাচ্ছিল সব। ওই পথে আবারও চলব আমরা। এটা আমার জন্য নিশ্চিত।’
এদিকে গত ৪ এপ্রিল ডাচ টিভি অনুষ্ঠান ‘উমবের্তো’তে ফন গাল জানিয়েছিলেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত । এর মধ্যে নাকি ২৫ বার রেডিয়েশন থেরাপিও নেওয়া হয়ে গেছে তাঁর! এত দিন বিষয়টি নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন ফন গাল। এমনকি নিজের শিষ্যদেরও জানাননি এই খবর। তাঁর কাছে মনে হয়েছে, আগে আগে জানিয়ে শিষ্যদের মধ্যে ভীতি সঞ্চার করার কোনো মানেই হয় না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫