ক্রীড়া ডেস্ক
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে ২১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পিছিয়ে থাকা বার্সেলোনা ম্যাচে ফিরতে যেন মরিয়া হয়ে ওঠে। ২৪ মিনিটে ইয়ামালের অসাধারণ এক গোলে বার্সেলোনা প্রথমে ব্যবধান কমায়। ইন্টার মিলানের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের খেলা দেখে মুগ্ধতা ঝরেছে ইন্টার কোচ সিমিওন ইনজাঘির কণ্ঠেও। ম্যাচ শেষে ইনজাঘি বলেন, ‘লামিনে এমন এক ধরনের প্রতিভা যা প্রতি ৫০ বছরে একজন আসে। তার খেলা কাছ থেকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। সে আমাদের অনেক ভুগিয়েছে। কারণ, তাকে থামানোর চেষ্টা করছিলাম। এটা যথেষ্ট ছিল না।’
২৪ মিনিটের সেই দুর্দান্ত গোল নয়, ইয়ামাল গতকাল ইন্টার মিলানের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েছেন। ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটা ৩-৩ গোলে ড্র করে ইন্টারের বিপক্ষে। শিষ্য ইয়ামালের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এমন প্রতিভাবান ফুটবলার বার্সার জন্য আশীর্বাদ মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘সে বিশেষ কিছু। আসলেই প্রতিভাবান। বড় ম্যাচে সে ঝলক দেখায়। সিমিওনের কথা অনুযায়ী যদি প্রত্যেক ৫০ বছরে এমন ফুটবলার আসে, তাহলে বার্সার জন্য খুশির খবর।’
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিস স্টেডিয়ামে গত রাতে ৬ গোলের মধ্যে একটি আত্মঘাতী গোলও রয়েছে। ৬৫ মিনিটে কর্নার থেকে আসা বল ইয়ামালের পাস রিসিভ করে শট নেন রাফিনিয়া। বুলেট গতিতে এরপর শট নেন রাফিনিয়া। ক্রসবারে লেগে বল ফেরত আসার সময় ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের পিঠে লেগে খুঁজে নেয় জাল। এভাবেই ইন্টার মিলানের আত্মঘাতী গোলটি হয়েছে।
বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলানের তিন গোলের তিনটিতেই অবদান রেখেছেন ডাঞ্জেল ডামপ্রিস। দুটি গোল তিনি করেছেন। আরেকটি গোল ১ মিনিটে মার্কাস থুরামকে দিয়ে করিয়েছেন ডামফ্রিস। এটা ম্যাচেরই প্রথম গোল। ৬ মে সানসিরোতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইন্টার মিলান-বার্সা।
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে ২১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পিছিয়ে থাকা বার্সেলোনা ম্যাচে ফিরতে যেন মরিয়া হয়ে ওঠে। ২৪ মিনিটে ইয়ামালের অসাধারণ এক গোলে বার্সেলোনা প্রথমে ব্যবধান কমায়। ইন্টার মিলানের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের খেলা দেখে মুগ্ধতা ঝরেছে ইন্টার কোচ সিমিওন ইনজাঘির কণ্ঠেও। ম্যাচ শেষে ইনজাঘি বলেন, ‘লামিনে এমন এক ধরনের প্রতিভা যা প্রতি ৫০ বছরে একজন আসে। তার খেলা কাছ থেকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। সে আমাদের অনেক ভুগিয়েছে। কারণ, তাকে থামানোর চেষ্টা করছিলাম। এটা যথেষ্ট ছিল না।’
২৪ মিনিটের সেই দুর্দান্ত গোল নয়, ইয়ামাল গতকাল ইন্টার মিলানের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েছেন। ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটা ৩-৩ গোলে ড্র করে ইন্টারের বিপক্ষে। শিষ্য ইয়ামালের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এমন প্রতিভাবান ফুটবলার বার্সার জন্য আশীর্বাদ মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘সে বিশেষ কিছু। আসলেই প্রতিভাবান। বড় ম্যাচে সে ঝলক দেখায়। সিমিওনের কথা অনুযায়ী যদি প্রত্যেক ৫০ বছরে এমন ফুটবলার আসে, তাহলে বার্সার জন্য খুশির খবর।’
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিস স্টেডিয়ামে গত রাতে ৬ গোলের মধ্যে একটি আত্মঘাতী গোলও রয়েছে। ৬৫ মিনিটে কর্নার থেকে আসা বল ইয়ামালের পাস রিসিভ করে শট নেন রাফিনিয়া। বুলেট গতিতে এরপর শট নেন রাফিনিয়া। ক্রসবারে লেগে বল ফেরত আসার সময় ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের পিঠে লেগে খুঁজে নেয় জাল। এভাবেই ইন্টার মিলানের আত্মঘাতী গোলটি হয়েছে।
বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলানের তিন গোলের তিনটিতেই অবদান রেখেছেন ডাঞ্জেল ডামপ্রিস। দুটি গোল তিনি করেছেন। আরেকটি গোল ১ মিনিটে মার্কাস থুরামকে দিয়ে করিয়েছেন ডামফ্রিস। এটা ম্যাচেরই প্রথম গোল। ৬ মে সানসিরোতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইন্টার মিলান-বার্সা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে