শাহরিয়ার ফিরোজ, ঢাকা
আজ ইউরোর ফাইনাল। কোপা আমেরিকার ফাইনালও। ‘সানডে’র মাহাত্ম্য বাড়িয়ে দিয়ে আজ হতে যাচ্ছে আরও একটি ফাইনাল—উইম্বলডনের পুরুষ এককে মুখোমুখি দুই প্রজন্মের সেরা দুই তারকা নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাস। এই তিন ফাইনালের আজকের দিনটি রূপ নিয়েছে ‘সুপার সানডে’র।
বাংলাদেশে সাপ্তাহিক ছুটি শুক্রবার হলেও বিশ্বের বেশির ভাগ দেশে সেটি রোববার। এক রোববারে তিন-তিনটি ফাইনাল আক্ষরিক অর্থেই ছুটির দিনটির মাহাত্ম্য বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ অবশ্য আপত্তি তুলতে পারেন—কোপা আমেরিকার ফাইনাল তো বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার সকাল ৬টায়। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়গত পার্থক্যের কারণে সেটা এখানে সোমবারই হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সূচিতে সেটি হওয়ার সময় ঠিকই লেখা থাকবে ১৪ জুলাই, রোববার। আর এই ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। বাংলাদেশে কলম্বিয়ার সমর্থক তেমন না থাকলেও ঘরে ঘরে আর্জেন্টিনার সমর্থক।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সব শহরে আনন্দ মিছিল হয়েছে কি না কে জানে, তবে ঢাকায় আনন্দমিছিল হয়েছে। মিষ্টি বিতরণের মতো ঘটনাও ঘটেছে। আর ফিফার কল্যাণে আর্জেন্টিনার খেলা দেখতে বড় পর্দার সামনে হাজারো মানুষের জমায়েত দেখে তো খোদ আর্জেন্টিনার মানুষই বিস্মিত—আর্জেন্টিনাকে এত ভালোবাসে তারা! কেন আর্জেন্টিনাকে ভালোবাসে এ দেশের মানুষ, সেটা দেখতেই গত বছরের জুলাইয়ে ভারত সফরে এসে ঢাকায় ঢুঁ মেরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
আজ আর্জেন্টিনা জিতলে বিশ্বকাপের মতো উন্মাদনা হয়তো এখানে দেখা যাবে না। যেখানে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, সেখানে মহাদেশীয় একটা টুর্নামেন্ট জেতা আর্জেন্টিনার জন্য এ আর এমন কি! আর্জেন্টিনাকে নিয়ে এমনই ভাব দলটির এখানকার সমর্থকদের। তবে মেসিরা কোপা-বিশ্বকাপ-কোপার ত্রিমুকুট জিততে না পারলে ঠিকই মন খারাপ করবে তারা। মন খারাপ হবে শেষ ম্যাচ খেলে ফেলা দি মারিয়ার জন্য। মন খারাপ হবে হয়তো শেষবারের মতো কোপা আমেরিকায় খেলা লিওনেল মেসির জন্য।
আর্জেন্টিনাকে ঘিরে এ দেশের মানুষের যে আবেগ, সেটি ইউরোর দুই ফাইনালিস্ট স্পেন কিংবা ইংল্যান্ডকে নিয়ে নেই। তবে যে আগ্রহ নিয়ে তারা কোপায় আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল দেখবে, সেই আগ্রহ নিয়ে দেখবে ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন-ইংল্যান্ড ফাইনালও। ফুটবলীয় বিচারে যে আর্জেন্টিনা-কলম্বিয়ার চেয়ে বেশি জমাট হওয়ার কথা স্পেন-ইংল্যান্ডের লড়াই।
ইউরোর ফাইনালের লড়াইয়ে চোখ থাকবে কার্লোস আলকারাসেরও। জোকোভিচের বিপক্ষে উইম্বলডনের ফাইনাল খেলতে নামার আগে টেনিসের এই স্প্যানিশ তারকা জানিয়েছেন, যদি স্পেনের সঙ্গে তিনিও ফাইনাল জেতেন, তাহলে সব স্প্যানিশের কাছেই দিনটা হবে সুপার সানডে! ‘একজন স্প্যানিশ হিসেবে বলতে পারি, এটি স্পেনের জন্য হবে আদর্শ এক রোববার’—বলছিলেন আলকারাস।
আলকারাস না জিততে পারলে ইতিহাস গড়বেন জোকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ে মার্গারেট কোর্টের ২৪ ছাড়িয়ে সবচেয়ে বেশি ২৫টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন। জিততে পারলে সবচেয়ে বেশি চারবার ইউরো জয়ের রেকর্ড গড়বে স্পেনও। জার্মানির সঙ্গে এখন স্পেনের ইউরো শিরোপা ৩টি করে। আর্জেন্টিনার সামনেও রেকর্ডের হাতছানি। জিতলে উরুগুয়েকে (১৫) ছাপিয়ে সবচেয়ে বেশি ১৬টি শিরোপা হবে তাদেরও।
আজ ইউরোর ফাইনাল। কোপা আমেরিকার ফাইনালও। ‘সানডে’র মাহাত্ম্য বাড়িয়ে দিয়ে আজ হতে যাচ্ছে আরও একটি ফাইনাল—উইম্বলডনের পুরুষ এককে মুখোমুখি দুই প্রজন্মের সেরা দুই তারকা নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাস। এই তিন ফাইনালের আজকের দিনটি রূপ নিয়েছে ‘সুপার সানডে’র।
বাংলাদেশে সাপ্তাহিক ছুটি শুক্রবার হলেও বিশ্বের বেশির ভাগ দেশে সেটি রোববার। এক রোববারে তিন-তিনটি ফাইনাল আক্ষরিক অর্থেই ছুটির দিনটির মাহাত্ম্য বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ অবশ্য আপত্তি তুলতে পারেন—কোপা আমেরিকার ফাইনাল তো বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার সকাল ৬টায়। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়গত পার্থক্যের কারণে সেটা এখানে সোমবারই হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সূচিতে সেটি হওয়ার সময় ঠিকই লেখা থাকবে ১৪ জুলাই, রোববার। আর এই ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া। বাংলাদেশে কলম্বিয়ার সমর্থক তেমন না থাকলেও ঘরে ঘরে আর্জেন্টিনার সমর্থক।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার সব শহরে আনন্দ মিছিল হয়েছে কি না কে জানে, তবে ঢাকায় আনন্দমিছিল হয়েছে। মিষ্টি বিতরণের মতো ঘটনাও ঘটেছে। আর ফিফার কল্যাণে আর্জেন্টিনার খেলা দেখতে বড় পর্দার সামনে হাজারো মানুষের জমায়েত দেখে তো খোদ আর্জেন্টিনার মানুষই বিস্মিত—আর্জেন্টিনাকে এত ভালোবাসে তারা! কেন আর্জেন্টিনাকে ভালোবাসে এ দেশের মানুষ, সেটা দেখতেই গত বছরের জুলাইয়ে ভারত সফরে এসে ঢাকায় ঢুঁ মেরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
আজ আর্জেন্টিনা জিতলে বিশ্বকাপের মতো উন্মাদনা হয়তো এখানে দেখা যাবে না। যেখানে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, সেখানে মহাদেশীয় একটা টুর্নামেন্ট জেতা আর্জেন্টিনার জন্য এ আর এমন কি! আর্জেন্টিনাকে নিয়ে এমনই ভাব দলটির এখানকার সমর্থকদের। তবে মেসিরা কোপা-বিশ্বকাপ-কোপার ত্রিমুকুট জিততে না পারলে ঠিকই মন খারাপ করবে তারা। মন খারাপ হবে শেষ ম্যাচ খেলে ফেলা দি মারিয়ার জন্য। মন খারাপ হবে হয়তো শেষবারের মতো কোপা আমেরিকায় খেলা লিওনেল মেসির জন্য।
আর্জেন্টিনাকে ঘিরে এ দেশের মানুষের যে আবেগ, সেটি ইউরোর দুই ফাইনালিস্ট স্পেন কিংবা ইংল্যান্ডকে নিয়ে নেই। তবে যে আগ্রহ নিয়ে তারা কোপায় আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল দেখবে, সেই আগ্রহ নিয়ে দেখবে ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন-ইংল্যান্ড ফাইনালও। ফুটবলীয় বিচারে যে আর্জেন্টিনা-কলম্বিয়ার চেয়ে বেশি জমাট হওয়ার কথা স্পেন-ইংল্যান্ডের লড়াই।
ইউরোর ফাইনালের লড়াইয়ে চোখ থাকবে কার্লোস আলকারাসেরও। জোকোভিচের বিপক্ষে উইম্বলডনের ফাইনাল খেলতে নামার আগে টেনিসের এই স্প্যানিশ তারকা জানিয়েছেন, যদি স্পেনের সঙ্গে তিনিও ফাইনাল জেতেন, তাহলে সব স্প্যানিশের কাছেই দিনটা হবে সুপার সানডে! ‘একজন স্প্যানিশ হিসেবে বলতে পারি, এটি স্পেনের জন্য হবে আদর্শ এক রোববার’—বলছিলেন আলকারাস।
আলকারাস না জিততে পারলে ইতিহাস গড়বেন জোকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ে মার্গারেট কোর্টের ২৪ ছাড়িয়ে সবচেয়ে বেশি ২৫টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন। জিততে পারলে সবচেয়ে বেশি চারবার ইউরো জয়ের রেকর্ড গড়বে স্পেনও। জার্মানির সঙ্গে এখন স্পেনের ইউরো শিরোপা ৩টি করে। আর্জেন্টিনার সামনেও রেকর্ডের হাতছানি। জিতলে উরুগুয়েকে (১৫) ছাপিয়ে সবচেয়ে বেশি ১৬টি শিরোপা হবে তাদেরও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫