নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমার্ধে ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশের মেয়েরা। দুই গোলে এগিয়ে থাকার পরও হিমশিমকে নেপালকে সামলাতে। নেপালও সমতায় ফিরে আসে দারুণভাবে। শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ে খুশি হলেও ফুটবলারদের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না বাংলাদেশ কোচ পিটার বাটলারকে। ম্যাচ শেষে জানালেন অল্পের জন্য পয়েন্ট খোয়ানো থেকে বেঁচে যাওয়ার কথা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে বাংলাদেশ। বসুন্ধরা কিংসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারায় স্বাগতিকেরা। আজ দ্বিতীয় ম্যাচে নেপাল যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা অনুমিতই ছিল।
স্বস্তির জয়ের পর বাটলার বলেন, ‘শেষ ৩০ মিনিট আমরা বাজে (রাবিশ) খেলেছি। একেবারে বাজে। এটা সেই ধরনের দল নয়, যা আমি গড়ে তুলেছি। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে খেলছি, যেখানে খেলোয়াড়ের উন্নতিই মুখ্য—জিততেই হবে এমন মানসিকতা নিয়ে নয়। আমি বলেছিলাম, সুযোগ দেব খেলোয়াড়দের, আমি আমার কথা রেখেছি। এবং শেষ পর্যন্ত তারা দৃঢ়তা দেখিয়েছে। আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি।’
ম্যাচের ৫৫ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন মোসাম্মৎ সাগরিকা; যা খেলার গতিপথ বদলে দিয়েছে বলে মনে করেন বাটলার, ‘প্রথম ৫৫-৬০ মিনিট পর্যন্ত স্পষ্টভাবে অনেক ভালো দল ছিলাম। কিন্তু এরপর কিছুটা নার্ভাসনেস চলে আসে এবং লাল কার্ডটা...আমি তার (সাগরিকা) প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছি না, তার প্রতিক্রিয়া জানানো উচিত হয়নি। লাল কার্ড নিয়ে তাই আমার কোনো অভিযোগ নেই। তবে এটা ম্যাচের গতি বদলে দিয়েছে। আমার মনে হয়েছে, তারা সেই সুযোগটা নিয়ে নিল। আমি কিছু পরিবর্তন আনি, কিন্তু শুরুতে যেসব খেলোয়াড় বদলি হিসেবে নামল, তারা খুব একটা প্রভাব রাখতে পারেনি। শেষ দিকে আমাদের দলটা খুব নার্ভাস দেখাচ্ছিল, যা আমাদের জন্য অস্বাভাবিক।’
টুর্নামেন্টের টানা সূচি নিয়ে ক্ষুব্ধ বাটলার, ‘১২ দিনে ৬টা ম্যাচ খেলতে হচ্ছে। কেউ ইনজুরি নিয়েই খেলছে। রিকভারি, খেলা, রিকভারি, পুল সেশন, স্ট্রেচিং, খাওয়া, ঘুম, আবার খেলা—এমন চক্র চলছে। আমি এই পদ্ধতিতে একমত নই। আমি মনে করি, এটা উন্নতির জন্য ভালো নয়। ১২ দিনে ৬টা ম্যাচ একেবারে অপ্রয়োজনীয়। আমি নিশ্চিত, ওরাও একইভাবে অনুভব করে—বিশেষ করে এত ভারী মাঠে। তবে আমি কোনো অজুহাত দিচ্ছি না। এটা সবার জন্যই একই।’
প্রথমার্ধে ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশের মেয়েরা। দুই গোলে এগিয়ে থাকার পরও হিমশিমকে নেপালকে সামলাতে। নেপালও সমতায় ফিরে আসে দারুণভাবে। শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ে খুশি হলেও ফুটবলারদের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না বাংলাদেশ কোচ পিটার বাটলারকে। ম্যাচ শেষে জানালেন অল্পের জন্য পয়েন্ট খোয়ানো থেকে বেঁচে যাওয়ার কথা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে বাংলাদেশ। বসুন্ধরা কিংসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারায় স্বাগতিকেরা। আজ দ্বিতীয় ম্যাচে নেপাল যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা অনুমিতই ছিল।
স্বস্তির জয়ের পর বাটলার বলেন, ‘শেষ ৩০ মিনিট আমরা বাজে (রাবিশ) খেলেছি। একেবারে বাজে। এটা সেই ধরনের দল নয়, যা আমি গড়ে তুলেছি। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে খেলছি, যেখানে খেলোয়াড়ের উন্নতিই মুখ্য—জিততেই হবে এমন মানসিকতা নিয়ে নয়। আমি বলেছিলাম, সুযোগ দেব খেলোয়াড়দের, আমি আমার কথা রেখেছি। এবং শেষ পর্যন্ত তারা দৃঢ়তা দেখিয়েছে। আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি।’
ম্যাচের ৫৫ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন মোসাম্মৎ সাগরিকা; যা খেলার গতিপথ বদলে দিয়েছে বলে মনে করেন বাটলার, ‘প্রথম ৫৫-৬০ মিনিট পর্যন্ত স্পষ্টভাবে অনেক ভালো দল ছিলাম। কিন্তু এরপর কিছুটা নার্ভাসনেস চলে আসে এবং লাল কার্ডটা...আমি তার (সাগরিকা) প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছি না, তার প্রতিক্রিয়া জানানো উচিত হয়নি। লাল কার্ড নিয়ে তাই আমার কোনো অভিযোগ নেই। তবে এটা ম্যাচের গতি বদলে দিয়েছে। আমার মনে হয়েছে, তারা সেই সুযোগটা নিয়ে নিল। আমি কিছু পরিবর্তন আনি, কিন্তু শুরুতে যেসব খেলোয়াড় বদলি হিসেবে নামল, তারা খুব একটা প্রভাব রাখতে পারেনি। শেষ দিকে আমাদের দলটা খুব নার্ভাস দেখাচ্ছিল, যা আমাদের জন্য অস্বাভাবিক।’
টুর্নামেন্টের টানা সূচি নিয়ে ক্ষুব্ধ বাটলার, ‘১২ দিনে ৬টা ম্যাচ খেলতে হচ্ছে। কেউ ইনজুরি নিয়েই খেলছে। রিকভারি, খেলা, রিকভারি, পুল সেশন, স্ট্রেচিং, খাওয়া, ঘুম, আবার খেলা—এমন চক্র চলছে। আমি এই পদ্ধতিতে একমত নই। আমি মনে করি, এটা উন্নতির জন্য ভালো নয়। ১২ দিনে ৬টা ম্যাচ একেবারে অপ্রয়োজনীয়। আমি নিশ্চিত, ওরাও একইভাবে অনুভব করে—বিশেষ করে এত ভারী মাঠে। তবে আমি কোনো অজুহাত দিচ্ছি না। এটা সবার জন্যই একই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫