ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫