ক্রীড়া ডেস্ক
প্রবাদ আছে—‘যত গর্জে তত বর্ষে না’। বেশি তোড়জোড়ে ভালো ফল হয় না। এস্তাদিও মনুমেন্তালে আকাশি-নীলের ঢেউ খেলছে। কিছুক্ষণ পর পর উদ্যাপনে মেতে উঠছেন। আর্জেন্টিনার একেকটা গোল মানে গ্যালারিতে উত্তুঙ্গ উত্তেজনা। মাঠে হলুদ জার্সির খেলোয়াড়েরাও হয়ে ছিলেন নির্বাক দর্শকের মতো। যেন কিছুই করার ছিল না।
লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের ছাড়াও আর্জেন্টিনা কতটা বিধ্বংসী দল—ব্রাজিল এরই মধ্যে বুঝে গেছে। তবে সবচেয়ে বেশি বুঝটা হয়তো রাফিনহাই নিয়েছেন! ম্যাচের আগেই তো তীর্যক কথাবার্তা বলে চটিয়ে দিয়েছেন আলবিসেলেস্তেদের। এক হালি গোল দিয়ে মাঠের খেলায় জবাবটা দিয়েছে আর্জেন্টিনা। গোলের পরই এনজো ফার্নান্দেজ-অ্যালিক্সেস ম্যাক আলিস্টারদের বিভিন্ন ভঙ্গির উদ্যাপন। বলার অপেক্ষা রাখে না—উদ্যাপন নয়, ব্রাজিলকেই তাঁরা জবাব দিচ্ছে বিভিন্ন ভঙ্গিতে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এনজো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী সময়ে বিনয়ী থাকো, রাফিনহা।’
ম্যাচের আগে রাফিনহা ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও টিভিকে বলেছিলেন, ‘আমরা তাদের হারিয়ে দেব। সেটা অবশ্যই হবে। সেটা হোক মাঠ কিংবা মাঠের বাইরে।’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘নিশ্চিতভাবে আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমার কাছে যা আছে, সবটুকু ঢেলে দেব।’
দারুণ ব্যাপার হলো, কাতার বিশ্বকাপের পর থেকে এনজো বাংলাদেশের সমর্থকদেরও ভালোবাসায় আটকে আছেন। মাঝেমধ্যে দেখা যায় বাংলাদেশ নিয়ে পোস্ট করতে। আজও জয়ের পর ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের। আরেকটি পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ—অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য। এই বিজয় আপনাদেরও।’ সঙ্গে পাশাপাশি জুড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা-বাংলাদেশের পতাকা ইমোজি। এনজোকে বিভিন্ন বার্তা পাঠিয়ে পাশে ছিলেন বাংলাদেশের সমর্থকেরা।
পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন এনজো। ১২ মিনিটের আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তিনি। যদিও স্কালোনির কৌশলে আজ আক্রমণভাগে খেলেছেন তিনি। পুরো মাঠেই অবদান রেখেছেন। ম্যাচের সর্বোচ্চ রেটিংধারী ফুটবলারও তিনি।
প্রবাদ আছে—‘যত গর্জে তত বর্ষে না’। বেশি তোড়জোড়ে ভালো ফল হয় না। এস্তাদিও মনুমেন্তালে আকাশি-নীলের ঢেউ খেলছে। কিছুক্ষণ পর পর উদ্যাপনে মেতে উঠছেন। আর্জেন্টিনার একেকটা গোল মানে গ্যালারিতে উত্তুঙ্গ উত্তেজনা। মাঠে হলুদ জার্সির খেলোয়াড়েরাও হয়ে ছিলেন নির্বাক দর্শকের মতো। যেন কিছুই করার ছিল না।
লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা, লো সেলসোদের ছাড়াও আর্জেন্টিনা কতটা বিধ্বংসী দল—ব্রাজিল এরই মধ্যে বুঝে গেছে। তবে সবচেয়ে বেশি বুঝটা হয়তো রাফিনহাই নিয়েছেন! ম্যাচের আগেই তো তীর্যক কথাবার্তা বলে চটিয়ে দিয়েছেন আলবিসেলেস্তেদের। এক হালি গোল দিয়ে মাঠের খেলায় জবাবটা দিয়েছে আর্জেন্টিনা। গোলের পরই এনজো ফার্নান্দেজ-অ্যালিক্সেস ম্যাক আলিস্টারদের বিভিন্ন ভঙ্গির উদ্যাপন। বলার অপেক্ষা রাখে না—উদ্যাপন নয়, ব্রাজিলকেই তাঁরা জবাব দিচ্ছে বিভিন্ন ভঙ্গিতে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এনজো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পরবর্তী সময়ে বিনয়ী থাকো, রাফিনহা।’
ম্যাচের আগে রাফিনহা ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও টিভিকে বলেছিলেন, ‘আমরা তাদের হারিয়ে দেব। সেটা অবশ্যই হবে। সেটা হোক মাঠ কিংবা মাঠের বাইরে।’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘নিশ্চিতভাবে আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমার কাছে যা আছে, সবটুকু ঢেলে দেব।’
দারুণ ব্যাপার হলো, কাতার বিশ্বকাপের পর থেকে এনজো বাংলাদেশের সমর্থকদেরও ভালোবাসায় আটকে আছেন। মাঝেমধ্যে দেখা যায় বাংলাদেশ নিয়ে পোস্ট করতে। আজও জয়ের পর ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের। আরেকটি পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ—অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য। এই বিজয় আপনাদেরও।’ সঙ্গে পাশাপাশি জুড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা-বাংলাদেশের পতাকা ইমোজি। এনজোকে বিভিন্ন বার্তা পাঠিয়ে পাশে ছিলেন বাংলাদেশের সমর্থকেরা।
পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন এনজো। ১২ মিনিটের আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তিনি। যদিও স্কালোনির কৌশলে আজ আক্রমণভাগে খেলেছেন তিনি। পুরো মাঠেই অবদান রেখেছেন। ম্যাচের সর্বোচ্চ রেটিংধারী ফুটবলারও তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫