অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড।
আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’।
এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়।
নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’
অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড।
আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’।
এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়।
নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে