ক্রীড়া ডেস্ক
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন মোহামেদ সালাহ। নিয়মিত গোল করেছেন। সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মিসরীয় এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত তিনবার এফডব্লিউএ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি।
২০২৪-২৫ মৌসুমের ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সালাহ। ইংল্যান্ডের ফুটবলে মৌসুমের সেরা ফুটবলারকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। আজ বিজয়ী ফুটবলার হিসেবে সালাহর নাম জানানো হয়েছে। এফডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, ৯০০-
এর বেশি সদস্য ভোট দিয়েছেন। ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। সালাহর এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক, নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক এবং আর্সেনালের ডেকলান রাইস।
এবারের প্রিমিয়ার লিগ লিভারপুল জিতেছে চার ম্যাচ হাতে রেখে। বর্তমানে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। অলরেডরা জিতেছে ২৫ ম্যাচ। ড্র করেছে ৭ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। প্রিমিয়ার লিগে লিভারপুলের সবকটি ম্যাচ খেলেছেন তিনি। ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসেছেন সালাহ। লিভারপুলে আসার পর আট বছরে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৯৮ ম্যাচ খেলেছেন। ২৪৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। ইংলিশ ক্লাবটির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।
সালাহর সমান তিনবার এই পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী থিয়েরি অঁরি।
এফডব্লিউএ’র ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্সেনালের অ্যালেসিয়া রুসো। এবারের নারী সুপার লিগে তিনি ১২ গোল করেছেন। নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে ওঠানোর পথে তিনি ৮ গোল করেছেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৪ মে লিসবনে ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-আর্সেনাল।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন মোহামেদ সালাহ। নিয়মিত গোল করেছেন। সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মিসরীয় এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত তিনবার এফডব্লিউএ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি।
২০২৪-২৫ মৌসুমের ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সালাহ। ইংল্যান্ডের ফুটবলে মৌসুমের সেরা ফুটবলারকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। আজ বিজয়ী ফুটবলার হিসেবে সালাহর নাম জানানো হয়েছে। এফডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, ৯০০-
এর বেশি সদস্য ভোট দিয়েছেন। ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। সালাহর এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক, নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক এবং আর্সেনালের ডেকলান রাইস।
এবারের প্রিমিয়ার লিগ লিভারপুল জিতেছে চার ম্যাচ হাতে রেখে। বর্তমানে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। অলরেডরা জিতেছে ২৫ ম্যাচ। ড্র করেছে ৭ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। প্রিমিয়ার লিগে লিভারপুলের সবকটি ম্যাচ খেলেছেন তিনি। ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসেছেন সালাহ। লিভারপুলে আসার পর আট বছরে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৯৮ ম্যাচ খেলেছেন। ২৪৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। ইংলিশ ক্লাবটির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।
সালাহর সমান তিনবার এই পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী থিয়েরি অঁরি।
এফডব্লিউএ’র ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্সেনালের অ্যালেসিয়া রুসো। এবারের নারী সুপার লিগে তিনি ১২ গোল করেছেন। নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে ওঠানোর পথে তিনি ৮ গোল করেছেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৪ মে লিসবনে ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-আর্সেনাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে